সংক্ষিপ্ত

  • ত্বকের উপর হওয়া মেক-আপের প্রভাবে বারোটা বেজে গিয়েছে ত্বকের
  • আবারও প্রাণবন্ত ত্বক ফিরে পেতে চাই ত্বকের প্রয়োজন যত্নের
  • মেক-আপ-এর সরঞ্জামগুলিকেও ত্বকের সুস্থতার জন্য কয়েকদিনের জন্য টাটা বলুন
  • আবার ফিরে আসুন রোজকার নিয়মে

পুজোর আমেজ শেষ হওয়ার আগেই ত্বকের উপর হওয়া মেক-আপের প্রভাবে বারোটা বেজে গিয়েছে ত্বকের। তাই আবারও প্রাণবন্ত ত্বক ফিরে পেতে চাই ত্বকের প্রয়োজন ডিপ ক্লিনিং। আর মেক-আপ-এর সরঞ্জামগুলিকেও ত্বকের সুস্থতার জন্য কয়েকদিনের জন্য টাটা-বাইবাই করে দিন। যদিও বাঙালির বারো মাসে তেরো পার্বণ তবুও এই সবের মধ্যেই যত্ন নিতে হবে কাজের পাশাপাশি নিজেরও। সারাদিন প্যান্ডেল হপিং আর খাওয়া-দাওয়ার অনিয়মের ফলে এখনই যদি ত্বকের যত্ন নেওয়া শুরু না করেন, তবে পড়তে হতে পারে জটিল সমস্যায়। তাই এবার ফিরে আসুন রোজকার নিয়মে।

আরও পড়ুন- এই নিয়মে লক্ষ্মীপুজো করলে দেবীর কৃপাদৃষ্টি সর্বদা বজায় থাকবে আপনার সংসারে

বাইরে বেরনোর আগে এক টুকরো বরফ ঘষে নিন। মেঘলা থাকলেও ব্যবহার করুন সানস্ক্রিন। এর উপর থেকে লাগিয়ে নিন ফেস পাউডার। এর ফলে ত্বক রোদের হাত থেকে রক্ষা পাবে।

সকালে বা দুপুরের সময়ে ব্যবহার করুন সানগ্লাস ও ফুল স্লিভের পোশাক।

প্রয়োজনে ভিটামিন ক্যাপসুল ত্বকের পরিচর্যার ব্যবহার করতে পারেন।

বাইরে থেকে বাড়ি ফিরে আসার পরেই ফেসওয়াশ, ক্লিনজার, ও টোনার দিয়ে পরিস্কার করে নিন ত্বক।

ডায়েটে এই সময় অবশ্যই রাখুন টাটকা শাক-সবিজ এ প্রচুর ফল। পুজোর সময়ের অনিয়মের পর এই ডায়েট সুস্থ রাখবে আপনার শরীরকে।

সপ্তাহে অন্তত একবার স্ক্রাবিং করুন, এতে ত্বকে ডেড সেল দূর হয়ে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসে।

রাতে শোয়ার আগে নাইট ক্রীম বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

ত্বক ভালো রাখার অন্যতম উপাদান হল জল। তাই এই সবের পাশাপাশি প্রচুর পরিমানে জল পান করুন। যা আপনার ত্বক এবং শরীর দুই ভালো রাখবে।