টেলিগ্রাম অ্যাপ এই মুহূর্তে এক জনপ্রিয় চ্যাটিং প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে রয়েছেন কয়েক লক্ষ বাঙালি গ্রাহক এশিয়ানেট নিউজ বাংলা সেই গ্রাহকদের কাছে পৌঁছে দিতে চায় লাইভ নিউজ আপডেট টেলিগ্রামেও তাই এখন মিলছে এশিয়ানেট নিউজ বাংলার খবর

এশিয়ানেট নিউজ বাংলা, বাংলার সবথেকে জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম৷ ব্রেকিং নিউজ থেকে খবরের ভিতরের খবর, নিরপেক্ষভাবে সবার আগে পৌঁছে দিই আমরা৷ না কোনও, ভুয়ো খবর নয়, সঠিক তথ্য এবং নিরপেক্ষতাই আমাদের সাফল্যের চাবিকাঠি৷ তবে স্মার্টফোনের যুগে বদলেছে খবর পরিবেশনের সংজ্ঞা, বদলেছে সোশ্যাল মিডিয়ার স্টাইল, সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরাও হাজির বিভিন্ন প্ল্যাটফর্মে৷ সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় টেলিগ্রামে এবার আরও সহজে আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় এই সংবাদ মাধ্যমকে৷ 

কী এই টেলিগ্রাম অ্যাপ?
পুরনো নামে নতুন মোড়কে হাজির টেলিগ্রাম৷ একেবারে স্মার্ট চেহারায়৷ যেখানে খুব একটা মাথাব্যথার কারণ হবে না ইন্টারনেট কানেকশন৷ অথচ সব খবর চটজলদি পেয়ে যাবেন হাতের মুঠোয়৷ এশিয়ানেট নিউজ বাংলা সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মের মতোই এবার হাজির এখানেও৷ জাস্ট একটা ক্লিকেই দেশ থেকে বিদেশ, বিনোদন থেকে খেলার খবরের যাবতীয় আপডেটস যেমন পাবেন, তেমনই পাবেন ফটো গ্যালারি থেকে ভিডিও নিউজও৷

টেলিগ্রামে কীভাবে পাবেন এশিয়ানেট নিউজ বাংলা?
স্মার্টফোন হোক বা ডেস্কটপ, টেলিগ্রাম অ্যাপ দুক্ষেত্রেই আপনি ডাউনলোড করতে পারবেন৷ তবে তার জন্য কয়েকটি স্টেপ আপনাকে অনুসরণ করতে হবে৷ নীচে রইল বিস্তারিত৷ 

১) স্মার্টফোনে ইনস্টল করুন টেলিগ্রাম অ্যাপ, আর ডেস্কটপ হলে ডাউনলোড করুন ডেস্কটপ ভার্সন৷ 
২) এবার এই লিঙ্কে- ক্লিক করুন
৩) প্রয়োজনে নোটিফিকেশন মিউট করেও রাখতে পারেন৷