সংক্ষিপ্ত

  • মুখ দিয়ে অতিরিক্ত লালা বের হবে
  • শিশুদের ঢোক গিলতে গেলেই শিশুরা কাঁদবে
  • গলাব্যথা হতে পারে
  • এমনকী বমিও হতে পারে

মাছে-ভাতে  বাঙালি কথাটা যেমন সত্যি। তেমনি মাছ ছাড়া বাঙালির একদিন যে চলে না এটাও সত্যি। কিন্তু মাছ খেতে ভাল লাগলেও মাছ খাওয়ার সময় অনেকরকমের সমস্যাতেই আমাদেরকে পড়তে হয়। যেমন মাছ খেতে খেতে অনেকসময়েই গলায় কাটা ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে শিশুদের খাওয়ানোর সময় এই সমস্যাটা অনেক বেশি দেখা যায়। তাই শিশুদের খাওয়ানোর সময় অনেক বেশি সতর্ক থাকতে হয়। কারণ সাবধানতাবশত খাওয়াতে গিয়েও গলায় কাটা ঢুকে যায় আর তখনই হয় বিপদ। তবে শুধু কাটাই নয়, যে কোনও ধরনের ছোট জিনিস,ধাতব মুদ্রা, পয়সা, মাংসের হার সহ আরও ইত্যাদি জিনিস।

আরও পড়ুন-মাত্র ২৭ টাকা বিনিয়োগে পাবেন ১০ লাখ টাকা, নয়া স্কিম এলআইসি-র...

এই সময়  অনেক বাবা মায়েরা ভয় পেয়ে যান। কি করবেন বুঝতে পারেন না। কোন লক্ষণগুলি দেখে বুঝবেন আপনার সন্তানের গলায় কিছু ঢুকেছে।

গলায় কিছু আটকে গেলে খুব ছোট শিশুরা সবার আগে গলাটাকেই দেখাবে। 

শিশুদের ঢোক গিলতে গেলেই শিশুরা কাঁদবে।

আরও পড়ুন-অক্সিজেন ছাড়াই বাঁচে এই প্রাণীরা, নতুন খোঁজ বিজ্ঞানীদের...

 

 

মুখ দিয়ে অতিরিক্ত লালা বের হবে। চোখ দিয়ে অনবরত জল পড়বে।

গলাব্যথা হতে পারে। এমনকী বমিও হতে পারে।

এই সময় একদম ঘাবড়ে যাবেন না। এক্ষেত্রে গলা ও বুকের এক্স রে করলে গলার ভিতরে কী ঢুকেছে তা দেখা যেতে পারে।

বেশি বাড়াবাড়ি হলে ডাক্তারের পরামর্শ নিন। প্রয়োজনে শিশুকে হাসপাতালে ভর্তি করে দিন। প্রয়োজনে ইএনটি বিশেষজ্ঞের কাছে নিয়ে যান।