- Home
- Lifestyle
- Fashion and Beauty
- এক কোয়া রসুনের গুণে ত্বক হবে উজ্জ্বল, জেনে নিন কোন উপায় পুজোর আগে পাবেন জেল্লাদার ত্বক
এক কোয়া রসুনের গুণে ত্বক হবে উজ্জ্বল, জেনে নিন কোন উপায় পুজোর আগে পাবেন জেল্লাদার ত্বক
- FB
- TW
- Linkdin
নারকেল তেল বা অলিভ অয়েলে কয়েক কোয়া রসুন দিয়ে ফুটিয়ে নিন। তা ব্রণর ওপর লাগান। মুহূর্তে কাজ করবে। যাদের ব্রণর সমস্যা তারা পাবেন উপকার।
ব্রণর ওপর ব্যবহার করুন রসুনের রস। রসুন থেঁতো করে নিন। সেই রস ব্রণর ওপর লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মিলবে উপকার।
রসুন পেস্ট করে নিন। তাতে মেশান মধু। ভালো করে মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মিলবে উপকার।
রসুন পেস্ট করে নিন। তাতে মেশান দুধ। ভালো করে মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মিলবে উপকার।
পরিমাণ মতো বেসন নিন একটি পাত্রে। তাতে মেশান দই। এবার এক কোয়া রসুন থেঁতো করে নিন। তা এই মিশ্রে দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।
একটি রসুন প্রথমে থেঁতো করে রস বের করে নিন। এবার টমেটো কেটে ভিতরের থকথকে অংশ বের করে নিন। টমেটোর সঙ্গে মেশান এই রসুনের রস। ভালো করে পেস্ট বানিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।
ত্বকে অনেক সময় চুলকানি বা লাল দাগ দেখা যায়। এক্ষেত্রে রসুনের রস লাগান সেই লাল দাগের ওপর। মিলবে উপকার।
রসুন চিবিয়ে খেতে পারেন। এতে ত্বকে আসবে লাবণ্য। তবে, রসুন খাওয়ার পর ব্রাশ করে নিন। তা না হলে মুখে গন্ধ ছাড়বে।
ত্বকে জেল্লা আনতে চাইলে ঘুম থেকে উঠে মধু আর লেবুর রসের সঙ্গে রসুন মিশিয়ে খান। মিলবে উপকার। এই টোটকা মেনে চলুন। এতে মিলবে উপকার।
স্ট্রেচ মার্কস দূর করতে ব্যবহার করুন রসুন। অলিভ অয়েলের সঙ্গে রসুনের রস মিশিয়ে তা স্ট্রেচ মার্কসের ওপর লাগান। মিলবে উপকার।