শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বকের যত্ন নেওয়া জরুরি। অনেকের ক্রিম ব্যবহারে ত্বক কালো হয়ে যায়, তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে ঘি, কাঁচা দুধ, মধু ও নারকেল তেলের মতো ঘরোয়া টোটকার ওপর ভরসা করা যেতে পারে।
সকালের আবহাওয়া জানান দিচ্ছে শীত এসে গিয়েছে। তেমনই ত্বকে দেখা দিচ্ছে শুষ্ক আবহাওয়া। তেমনই এই সময় আবার ক্রিম মাখলে অনেকের ত্বক কালো হয়ে যায়। সারা শীত জুড়ে শুষ্ক ত্বকের সমস্যায় ভোগেন প্রায় সকলেই। এই সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন তা ভেবে ওঠা হয় কঠিন। এবার ভরসা করুন ঘরোয় টোটকার ওপর।
ঘি
ত্বকের যত্নে ঘি বেশ উপকারী। ঘি-তে আছে স্বাস্থ্যকর চর্বি ও ভিটামিন। যা ত্বক রাখে টানটান। তেমনই ত্বকে জোগায় পুষ্টি। শীতের সময় অল্প করে ঘি নিন হাতে। তা ত্বকে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। মিলবে উপকার।
কাঁচা দুধ
শীতের সময় কাঁচা দুধ ব্যবহার ত্বকের জন্য বেশ উপকারী। এতে আছে প্রচুর পরিমাণে ফ্যাট। আছে প্রোটিন। একটি পাত্রে কাঁচা দুধ নিন। তা তুলোয় করে নিয়ে সারা মুখে লাগান। এতে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকে দাগ ছোপ দূর করে। সঙ্গে ত্বকে জোগাবে ময়েশ্চার। সপ্তাহে রোজ ব্যবহার করতে এই প্যাক।
মধু
শীতে ত্বকের যত্বে ব্যবহার করুন মধু। মধু ত্বকে লাগালে শুধু মুখ উজ্জ্বল হয় না। সঙ্গে ত্বকে জমে থাকা ময়লা দূর হয়। এরই সঙ্গে ত্বক নরম হবে মধু ব্যবহারে। ত্বকে কোনও ক্ষত, ব্রণ বা দাগ থাকলেও মধুর প্যাক ব্যবহারে মিলবে উপকার। ত্বক প্রথমে পরিষ্কার করে নিন। এবার মধু লাগান ত্বকে। চাইল দুধের সঙ্গে মধু মিশিয়ে প্যাক লাগাতে পারেন।
নারকেল তেল
শীতের সময় নারকেল তেল লাগাতে পারেন। শীতের সময় অল্প করে নারকেল তেল নিন হাতে। তা ত্বকে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। মিলবে উপকার। নারকেল তেল লাগানোর আগে ত্বক পরিষ্কার করে নেবেন। ত্বক পরিষ্কার করে শুক্ন করে মুছে নিন। তারপর নারকেল তেল লাগান। শুকিয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করুন। তাহলে মিলবে উপকার। শীতে মেনে চলুন এই কয়টি টিপস, রুক্ষ্ম আবহাওয়াতেও ত্বক হবে উজ্জ্বল


