পুজো স্পেশাল: ত্বক ও চুলের যত্নে কী করবেন, কী এড়াবেন! রইল দারুন টিপস

পুজোর মুখে আমরা সবাই সুন্দর হয়ে উঠতে চাই। তাই শুরু হয় নানা ট্রিটমেন্ট। এগুলো কি আদৌ কাজ দেয়. নাকি আসলে ক্ষতি করে ত্বক চুলের, আজ জানবো সেই সম্পর্কে। আজ উত্তর দেবেন বিশিষ্ট ডায়াটেশিয়ান মঞ্জুরি দে।

Share this Video

পুজোর আগে সবাই সুন্দর দেখাতে চায়। সেই কারণে অনেকেই ত্বক ও চুলের নানা ট্রিটমেন্ট করান। কিন্তু এই সব ট্রিটমেন্ট সব সময় উপকারে আসে না, বরং অনেক সময় ক্ষতিও করতে পারে বলে জানিয়েছেন বিশিষ্ট ডায়াটেশিয়ান মঞ্জুরি দে। তাঁর মতে, ত্বক ও চুলের স্বাভাবিক যত্নই সবচেয়ে নিরাপদ উপায়। সঠিক খাবার, পর্যাপ্ত ঘুম এবং পরিমিত যত্নই পুজোর আগে প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখতে সাহায্য করে।

Related Video