সংক্ষিপ্ত
প্রেম দিবসের আগে ত্বকে আনুন গোলাপী আভা। দেখে নিন কী করে ত্বকে আসবে জেল্লা। রইল বিশেষ প্যাকের হদিশ।
উজ্জ্বল ত্বক কার না পছন্দ। কিন্তু, ব্রণ, চুলকানি থেকে শুরু করে কালো ছোপ। কিংবা ব্ল্যাকহেডস, অধিক রুক্ষ্ম ভাবের মতো নানান সমস্যা চলতেই থাকে। ত্বক নিয়ে সব সময় লেগে আছে কিছু না কিছু সমস্যা। এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে সকলেই নিজের তো পদ্ধতি মেনে চলেন। কেউ বাজার চলতি পণ্য ব্যবহার করেন। তো কেউ ব্যবহার করেন ঘরোয়া টোটকা। এবার প্রেম দিবসের আগে ত্বকে আনুন গোলাপী আভা। দেখে নিন কী করে ত্বকে আসবে জেল্লা। রইল বিশেষ প্যাকের হদিশ।
বেসন, চন্দন, গোলাপ জল দিয়ে বানিয়ে নিন ফেসপ্যাক। একটি পাত্রে পরিমাণ মতো বেসন নিন। তাতে মেশান চন্দন বাটা। মেশান পরিমাণ মতো গোলাপ জল। ভালো করে মিশিয়ে নিন। এবার তা মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। ত্বকে আসবে গোলাপী আভা।
দুধ ও হলুদ দিয়ে বানাতে পারেন ফেসপ্যাক। এতে ত্বকের যাবতীয় ছোপ হালকা হবে। তেমনই ত্বকে কোনও সংক্রমণ থাকলে তা দূর হতে পারে। একটি হলুদের টুকরো বেটে নিন। এবার তার সঙ্গে মেশান পরিমাণ মতো দুধ। মিশ্রণটি মুখে লাগান। অন্তত ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। ত্বকে আসবে জেল্লা।
হলুদ, ময়দা, গোলাপ জল দিয়ে বানাতে পারেন ফেসপ্যাক। একটি হলুদের টুকরো বেটে নিন। এবার তার সঙ্গে মেশান পরিমাণ মতো ময়দা। দিন গোলাপ জল। এবার মেশান জল। ভালো করে মিশিয়ে লেই বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।
পেঁপের প্যাক ব্যবহারে ত্বকে আসবে জেল্লা। পেঁপে চটকে নিন। তাতে মেশান পরিমাণ মতো গোলাপ জল। এবার মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এতে ত্বকে আসবে জেল্লা।
কলা ও মধু দিয়ে ত্বকে যত্ন নিলেও মিলতে পারে উপকার। কলা ভালো করে চটকে নিন। এবার তাতে মেশান মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এতে ত্বকে আসবে জেল্লা।
মধুর ব্যবহারেও ত্বকে আসবে জেল্লা। অনেক সময় ত্বক নিষ্প্রাণ দেখায়। তার থেকে মুক্তি পেতে মধু ব্যবহার করতে পারেন। আঙুলে করে মধু নিয়ে তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এতে ত্বকে আসবে জেল্লা। এবার থেকে মেনে চলুন এই সকল টিপস।
আরও পড়ুন
এখন যে কোনও বয়সে ওজন কমানো সহজ, ৪০ বছর বয়সেও এই ডেইলি রুটিনটি অনুসরণ করুন
মার্সিডিজ বিএমডব্লিউ নয়, রোলস রয়েস গাড়ির থেকেও দামি এই গোলাপ, দাম শুনলে আতকে উঠবেন
এই রোজ ডে আপনার জন্য কোন রঙের গোলাপ পারফেক্ট, জেনে নিন গোলাপের নানান রঙের অর্থ সম্পর্কে