সংক্ষিপ্ত
রইল গরমে ত্বকের যত্নের টিপস। কম্বিনেশন স্কিন যাদের তারা নিয়মিত মেনে চলুন এই কয়টি টিপস। কম্বিনেশন স্কিনের যত্ন নিন এই চার উপায়। দেখে নিন কী কী করবেন।
ত্বক নিয়ে নানান সমস্যা লেগেই থাকে। সকলের ত্বকের ধরন ভিন্ন। কারও তৈলাক্ত ত্বক, কারও ত্বক রুক্ষ্ম তো কারও কম্বিনেশন স্কিন। সকলের ত্বক ভিন্ন। সে কারণে সকলের ত্বকের সমস্যাও ভিন্ন। আর রইল গরমে ত্বকের যত্নের টিপস। কম্বিনেশন স্কিন যাদের তারা নিয়মিত মেনে চলুন এই কয়টি টিপস। কম্বিনেশন স্কিনের যত্ন নিন এই চার উপায়। দেখে নিন কী কী করবেন।
ক্লিনজার- নিয়মিত ক্লিনজার ব্যবহার করুন। ত্বকের সঠিক যত্ন নিতে নিয়ম করে মাইল্ড ক্লিনজার ব্যবহার করে ত্বক পরিষ্কার করুন। রোজ ত্বক পরিষ্কার করবেন। বিশেষ করে বাইরে থেকে ফিরে মুখ পরিষ্কার করতে ভুলবেন না।
টোনার- কম্বিনেশন স্কিনের টোনার ব্যবহার করুন। ত্বকের যত্নে নিয়ম করে কম্বিনেশন স্কিনের উপকারী টোনার ব্যবহার করবেন। এতে ত্বকের পিএইচ মাত্রা ঠিক থাকবে। নিয়ম করে টোনার লাগাবেন। তা না হলে ত্বকের সমস্যা বাড়তে পারে।
স্ক্রাবিং- কম্বিনেশন স্কিনের যত্ন নিতে অবশ্যই স্ক্রাবিং করুন। স্ক্রাবিং ত্বকের জন্য বেশ উপকারী। স্ক্রাবিং করলে রোমকূলে জমে থাকা সকল নোংরা বের হয়ে যাবে। ফলে, ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে স্ক্রাবিং করুন নিয়ম করে।
অয়েল ম্যাসাজ- ত্বকের যত্ন নিতে নিয়মিত অয়েল ম্যাসাজ করুন। হালকা তেল দিয়ে ত্বকে ম্যাসাজ করুন। অনেক সময় ত্বক রুক্ষ্ম হয়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে হালকা তেলে ম্যাসাজ করুন। এতে মিলবে উপকার।
ময়েশ্চরাইজার- ত্বকের যত্নে অবশ্যই ময়েশ্চরাইজার ব্যবহার করুন। ত্বক নিয়ে নানান সমস্যা চলতেই থাকে। গরমে অনেকেই ত্বকে ময়েশ্চরাইজার লাগাতে চান না। কিন্তু, এতে বাড়তে থাকে সমস্যা। গরমের কম্বিনেশন ত্বকের উপযোগী ময়েশ্চরাইজার কিনে নিন।
তেমনই মধু, দই, গোলাপ জল দিয়ে বানিয়ে ফেলুন ফেসপ্যাক। একটি পাত্রে পরিমাণ মতো দই নিন। এবার তাতে মেশান মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। মেশান গোলাপ জল। তিনটি উপকরণ ভালো করে ফেটিয়ে নিন। এবার তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। কিংবা, ওটস ও আমন্ড দিয়ে তৈরি প্যাক কম্বিনেশন স্কিনের জন্য বেশ উপকারী। প্রথমে ওটস ও আমন্ড মিহি করে গুঁড়ো করে নিন। মিশ্রণ দুটো এক সঙ্গে মিশিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো জল ও গোলাপ জল দিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।
আরও পড়ুন
Cholesterol: ভুলেও এই পাঁচটি খাবার খাবেন করবেন না কোলেস্টেরল রোগীরা, হতে পারে মারাত্মক ক্ষতি
Hair Care: চুল নরম করতে নিয়মিত তেল মাখছেন? এই কয় ভুলে হতে পারে বিপদ