সংক্ষিপ্ত
নেইল এক্সটেনশনের পর নখে সমস্যা সমাধানে মেনে চলুন বিশেষ টিপস। জেনে নিন কী করবেন।
নেইল এক্সটেনশনের পর নথের সমস্যা লেগেই থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন অনেকেই ঠিক করে উঠতে পারেন না। এবার নেইল এক্সটেনশনের পর নখে সমস্যা সমাধানে মেনে চলুন বিশেষ টিপস। জেনে নিন কী করবেন।
প্রথমে এক্সটেনশনগুলো ধীরে ধীরে খুলে নিন। এক্সটেনশন লাগানোর পর নখগুলো বৃদ্ধি পেতে থাকে। এই কারণে তা নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই ধীরে ধীরে খুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। এবার নখ কেটে নিন ছোট করে। নখের কোণাগুলো পরিষ্কার করবেন।
এবার নেইল সিরাম ও কিউটিকল অয়েল নিয়ে নখ পরিষ্কার করে নিন। এতে নখের আর্দ্রতা বজায় থাকবে। সঙ্গে নখ শক্ত করবে। সঙ্গে নখে জমে থাকা সকল ধুলো নোংরা অপসারিত হবে এর গুণে। তেমনই নখ ময়েশ্চরাইজ হবে এমন উপকরণের গুণে।
নখ অপসারণ করার পর নখ ফাঁকা রাখুন। তখনই কোনও নেইল পলিশ লাগাবেন না। এই সময় নখ দুর্বল থাকে। তাই এর নেইল এক্সটেনশন খোলার পর নখ পরিষ্কার করে নিন। আর নখ কদিন ফাঁকা রাখুন।
এই সময় ঘরোয়া উপায় নখের যত্ন নিতে পারেন। একাধিক ঘরোয়া টোটকার ব্যবহারে নখ শক্ত করতে পারেন। হালকা গরম জলে নুন দিন। এবার সেই জলে নখ ডুবিয়ে রাখুন। প্রতিদিন এই টোটকা ব্যবহারে মিলবে উপকার।
পাতিলেবুর গুণে নখ শক্ত হতে পারে। পাতিলেবু কেটে নিন। তা নখের ঘষুন। এবার অন্তত ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর নখ ধুয়ে নিন। এতে মিলবে উপকার।
দুর্বল নখের সমস্যা দূর করতে ক্যাস্টর অয়েল ও বাদাম তেল ব্যবহার করুন। একটি পাত্রে এক টেবিল চামচ ক্যাস্টর অয়েল ও এক টেবিল চামচ বাদাম তেল। এবার এই তেল লাগিয়ে হালকা ম্যাসাজ করুন। এবার ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে নিন। মিলবে উপকার।
তেমনই নখ শক্ত করতে চাইলে নখ পরিষ্কার করুন। সঠিক নেইল পলিশ দিয়ে নখ পরিষ্কার করে নিন। এবার নখে হালকা ময়েশ্চরাইজার লাগান। সঠিক পণ্য ব্যবহারে নখ থাকবে শক্ত। তেমনই লাগিয়ে নিন ময়েশ্চরাইজার। এতে মিলবে উপকার। নখের যত্ন নিন সঠিক উপায়। এটি সমস্যা থেকে মিলবে উপকার। নখ শক্ত রাখতে চাইলে সঠিক টোটকা মেনে চলুন। এতে মিলবে উপকার। তেমনই নখ ভালো রাখতে চাইলে সঠিক খাবার খান। পুষ্টিকর খাবার খান। তেমনই রোজ সাত থেকে আট গ্লাস জল পান করুন। এতে মিলবে উপকার। এমন খাবার খান যা শরীরে পুষ্টি জোগাবে। এতে মিলবে উপকার।
আরও পড়ুন
সাবধান! পিঠের ব্যথাকে এড়িয়ে চলছেন, এর পিছনে লুকিয়ে থাকতে পারে বড় কোনও অসুখ
সহবাসের সময় এই বিশেষ কাজ চরম তৃপ্তি দেয় মেয়েদের, এই নিয়ে কী মত বিশেষজ্ঞদের জেনে নিন
ডায়াবেটিসের রোগীরা খেতে পারেন ওটসের এই বিশেষ স্মুদি, রক্তে শর্করার মাত্রা থাকবে নিয়ন্ত্রণে