Fashion Tips: গরমে ঘর পরিস্কার করতে করতে ক্লান্ত হয়ে পড়ছেন? সহজেই প্রাকৃতিক উপাদান দিয়ে পরিস্কার করুন নিজের বাড়ি। রইল সহজ কিছু টিপস…
Fashion Tips: আমরা অনেকেই ঘর পরিচ্ছন্ন রাখার জন্য বাজারচলতি ক্লিনার বা জীবাণুনাশক ব্যবহার করি। তবে খুব কম মানুষই জানেন, এইসব ক্লিনারে থাকা ক্ষতিকর রাসায়নিক যেমন অ্যামোনিয়া, ব্লিচ কিংবা সিন্থেটিক ফ্র্যাগরেন্স— আমাদের ত্বক, চোখ ও শ্বাসযন্ত্রের জন্য বিপজ্জনক। দিনের পর দিন এই রাসায়নিক ব্যবহারে হতে পারে অ্যালার্জি, শ্বাসকষ্ট, এমনকি দীর্ঘমেয়াদে ক্যানসারও। তাই এখন সময় এসেছে, ঘর পরিচ্ছন্ন রাখার জন্য ভরসা রাখা প্রাকৃতিক ও ভেষজ উপায়ে।
১। হার্বাল ক্লিনার
ঘরে বানানো হার্বাল ক্লিনারে থাকা নিম, পুদিনা, লেমনগ্রাস, তুলসী, রোজ়মেরি প্রভৃতি ভেষজ উপাদান অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাংগাল। এতে মিলবে না কোনো রাসায়নিক উপাদান।
তৈরির পদ্ধতি:
এক গ্লাস বয়ামে ভিনিগার নিন, তাতে সারারাত ভিজিয়ে রাখুন তুলসী, নিমপাতা, পুদিনা, আদা, দারুচিনি, কর্পূর ও লবঙ্গ। এরপর জলে মিশিয়ে ঘরের মেঝে ও বাসনপত্র পরিষ্কার করতে পারেন। কেমিক্যাল ছাড়াই সুগন্ধ ও জীবাণুমুক্ত পরিবেশ পাবেন।
২। লেবুর খোসা ও ভিনিগার
প্রাকৃতিক ক্লিনিং এজেন্ট হিসেবে লেবুর খোসা ও ভিনিগারের জুড়ি নেই। ঘরের দুর্গন্ধ দূর করতে, জানলা-দরজা পরিষ্কার করতে লেবুর খোসা ব্যবহার করতে পারেন।
তৈরী পদ্ধতি
পাতিলেবু, কমলালেবু বা মুসাম্বির খোসা ভিনিগারে ভিজিয়ে রাখুন। তাতে এক চিমটে লবণ মেশান। রান্নাঘরের সিঙ্ক, বাথরুম, জানলা-দরজা, টেবিল-চেয়ার পরিষ্কারে উপযোগী এটি।
৩। রিঠা
রিঠা হলো প্রাকৃতিক ডিটারজেন্ট, যা জামাকাপড় ধোয়ার পাশাপাশি ঘরের অন্যান্য পরিষ্কারের কাজেও ব্যবহৃত হয়।
তৈরী পদ্ধতি
গরম জলে কয়েকটি রিঠা সারারাত ভিজিয়ে রাখুন। সকালে রিঠা কচলে তরল সাবান তৈরি করুন। এতে যোগ করুন লেবুর খোসা ও লেমনগ্রাস। জামাকাপড়, জানলা-দরজা পরিষ্কার, এমনকি চুলের প্রাকৃতিক শ্যাম্পু হিসেবেও ব্যবহারযোগ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা মানেই শুধুই চকচকে ঘর নয়, বরং দরকার সুস্থ ও নিরাপদ পরিবেশ। রাসায়নিক ক্লিনারের ক্ষতিকর প্রভাব থেকে নিজেকে এবং পরিবারকে বাঁচাতে বেছে নিন প্রাকৃতিক ও ভেষজ বিকল্প।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


