সংক্ষিপ্ত
গরমের সময় ত্বকের সমস্যা দূর করতে ব্যবহার করুন ক্লে ফেসপ্যাক। এমন প্যাক তৈরির পদ্ধতি সকলেরই জানা। এবার জেনে নিন কেন ব্যবহার করবেন ক্লে-র ফেসপ্যাক।
ব্রণ, কালো প্যাচ, চুলকানি থেকে শুরু করে ত্বকের নানান সমস্যা চলতে থাকে। ত্বকের যে কোনও সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন বুঝে উঠতে পারেন না। এবার শসার ওপর ভরসা করুন। ত্বকের সমস্যা দূর করতে কেউ পার্লার ট্রিটমেন্ট করে থাকেন তো কেউ ঘরোয়া ঘরোয়া টোটকা মেনে চলেন। এবার ত্বকের সমস্যা সমাধানে আগে থেকে নিন প্রস্তুতি। গরমের সময় ত্বকের সমস্যা দূর করতে ব্যবহার করুন ক্লে ফেসপ্যাক। এমন প্যাক তৈরির পদ্ধতি সকলেরই জানা। এবার জেনে নিন কেন ব্যবহার করবেন ক্লে-র ফেসপ্যাক।
ব্রণ দূর করতে ক্লে ফেসপ্যাক বেশ উপকারী। এই ধরনের ফেসপ্যাকে একাধিক উপকারী এজেন্ট থাকে। যা দূর করে ব্রণর সমস্যা। এদিকে গরমের সময় অধিকাংশই ব্রণ-র সমস্যায় ভুগে থাকেন। তাই অবশ্যই ব্যবহার করুন ক্লে ফেসমাস্ক।
মুখের অধিক তেল ভাব গরমে সাধারণ সমস্যা। এই সময় তৈলাক্ত ত্বক নিয়ে দেখা দেয় বেশি সমস্যা। যাদের তৈলাক্ত ত্বক তাদের কাছে গরম মানে বিভিশিখা। ব্রণ, কালো প্যাচ, চুলকানি থেকে শুরু করে ত্বকের নানান সমস্যা চলতে থাকে। তারা ব্যবহার করুন ক্লে ফেসপ্যাক। নিয়মিত ক্লে ফেসপ্যাক ব্যবহারে মুখের অধিক তেল দূর হবে।
ওপের পোরসের সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন ক্লে-র প্যাকে গুণে। নিয়ম করে ব্যবহার করুন ক্লে ফেসপ্যাক। এতে দূর হবে এই সমস্যা।
গরমে ত্বকের যত্ন
বাড়ি ফিরে অবশ্যই ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করবেন। রোমকূপে নোংরা জমার কারণে ত্বকে সমস্যা দেখা দেয়। আর গরমে ঘামের কারও আরও বেশি করে নোংরা জমে।
নিয়ম করে স্ক্রাবিং করুন। স্ক্রাবিং করতে কোমকূপে জমে থাকা নোংরা দূর হবে।
সপ্তাহে অন্তত ১ দিন ফেস মাস্ক ব্যবহার করুন। ত্বক উজ্জ্বল করতে, ত্বকের সমস্যা দূর করতে ও ত্বক নরম করতে ফেসমাস্ক ব্যবহার করুন।
বাড়ি থেকে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। তৈলাক্ত ত্বকে আলাদা ধরনের সানস্ক্রিন হয়। তেমন সানস্ক্রিন বেছে নিন। বাড়ি থেকে বের হওয়ার ২০ মিনিট আগে সানস্ক্রিন লাগান। এতে মিলবে উপকার। এই সকল নিয়ম মেনে ত্বকের যত্ন নিন। সঙ্গে অবশ্যই ব্যবহার করুন ক্লে ফেসপ্যাক। মিলবে উপকার। সব ধরনের ত্বকের জন্য বেশ উপকারী এমন ফেসপ্যাক। তাই ত্বক ভালো রাখুন এই সহজ পদ্ধতি মেনে।
আরও পড়ুন
এই গরমে শরীর সুস্থ ও পর্যাপ্ত পুষ্টি পেতে জলখাবারে পাতে রাখুন দালিয়ার ৩ সেরা রেসিপি
Acne Skin: গরমে ব্রণ দূর করতে ব্যবহার করুন এই কয়টি প্যাকের মধ্যে একটি, দু সপ্তাহে মিলবে উপকার