সংক্ষিপ্ত
সারা বছর লেগে থাকে চুলের সমস্যা। তবে, শীতের মরশুমে এই সমস্যা তিনগুণে হয়ে যায়। এই সময় খুশকি থেকে শুরু করে চুল পড়া কিংবা শুষ্ক চুলের সমস্যায় জেরবার অবস্থা হয় অনেকেরই। শীতের সময় খুশকির সমস্যা আরও বেড়ে চলে। খুশকির সমস্যা দূর করতে ভরসা রাখুন তেলের ওপর, জেনে নিন কোন উপায় মিলবে উপকার।
নারকেল তেল
নারকেল তেলে আছে বিশেষ উপাদান। এই তেলের সঙ্গে কর্পূর মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিলে মিলবে উপকার। রোজ লাগাতে পারেন এই তেল।
রোজমেরি অয়েল
খুশকির সমস্যা দূর করতে ভরসা রাখুন এই তেলের ওপর। এতে আছে অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট। যা দ্রুত চুলের সমস্যা দূর করে। একদিন অন্তত ব্যবহারে মিলবে উপকার। এই তেল চুলের জন্য বেশ উপকারী।
টি ট্রি অয়েল
খুশকির সমস্যা দূর করতে ভরসা রাখুন টি ট্রি অয়েলের ওপর। একদিন অন্তত এই তেল দিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিলে মিলবে উপকার।
পিপারমেন্ট অয়েল
খুশকি দূর করতে বেশ উপকারী পিপারমেন্ট অয়েল। এই তেল স্ক্যাল্পে লাগিয়ে ম্যাসাজ করে নিন। কিছুক্ষণ পর শ্যাম্পু করলে মিলবে উপকার। এই তেল চুলের সমস্যা দূর করে।
অলিভ অয়েল
খুশকির সমস্যা দূর করতে ভরসা রাখুন অলিভ অয়েলর ওপর। এতে আছে অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট। যা দ্রুত চুলের সমস্যা দূর করে। খুশকি দূর করার সঙ্গে নতুন চুল গজাতে সাহায্য করে। রোজ এই তেল ব্যবহার করতে পারেন।