সংক্ষিপ্ত

অনেকেরই ত্বকে দেখা দেয় ডাল ত্বক বা নিষ্প্রাণ ত্বক। এর থেকে মুক্তি পেতে ব্যবহার করুন এই চারটি ফেসপ্যাকের মধ্যে একটি, নিষ্প্রাণ ত্বকে মুহূর্তে আসবে জেল্লা।

ব্রণ, চুলকানি থেকে শুরু করে কালো ছোপ। কিংবা ব্ল্যাকহেডস, অধিক রুক্ষ্ম ভাবের মতো নানান সমস্যা চলতেই থাকে। ত্বক নিয়ে সব সময় লেগে আছে কিছু না কিছু সমস্যা। এই সবের সঙ্গে দেখা দেয় ডাল ত্বক বা নিষ্প্রাণ ত্বক। এর থেকে মুক্তি পেতে ব্যবহার করুন এই চারটি ফেসপ্যাকের মধ্যে একটি, নিষ্প্রাণ ত্বকে মুহূর্তে আসবে জেল্লা।

উপকরণ- কোকো পাউডার (হাফ কাপ), ক্লে (২ টেবিল চামচ), দই (২ টেবিল চামচ), লেবুর রস (১ চা চামচ), নারকেল তেল (১ চা চামচ)

পদ্ধতি- একটি পাত্রে হাফ কাপ কোকো পাউডার। এর সঙ্গে মেশান ক্লে। এতে মেশান দই। সঙ্গে মেশান লেবুর রস। এবার মেশান নারকেল তেল। ভালো করে মিশিয়ে নিন। এবার তা ভালো করে মিশিয়ে নিন। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে নিন। এতে ত্বকে আসবে জেল্লা।

কলা ও কোকো পাউডার দিয়ে বানিয়ে নিন ফেসপ্যাক। এই প্যাক সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

উপকরণ- কোকো পাউডার (১ টেবিল চামচ), মধু (১ টেবিল চামচ), কলা (অর্ধেক), দই (১ টেবিল চামচ)

পদ্ধতি- একটি কলা নিয়ে খোসা ছাড়িয়ে নিন। এবার তা চটকে নিন। এতে মেশান মধু। মেশান কোকো পাউডার। সঙ্গে মেশান দই। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে নিন। এতে ত্বকে আসবে জেল্লা।

পেঁপে ও মধু দিয়ে তৈরি করুন ফেসপ্যাক। এই প্যাক সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

উপকরণ- পেঁপে (১ বাটি), মধু (১ টেবিল চামচ), দই (১ টেবিল চামচ)

পদ্ধতি- পেঁপে খোসা ছাড়িয়ে তা চটকে নিন। এতে মেশান মধু। সঙ্গে মেশান দই। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে নিন। এতে ত্বকে আসবে জেল্লা।

ডিম ও দুধ দিয়ে তৈরি করুন ফেসপ্যাক। এই প্যাক সপ্তাহে অন্তত একদিন ব্যবহারে মিলবে উপকার।

উপকরণ- ডিম (১টি), দুধ (২ টেবিল চামচ), মধু (১ টেবিল চামচ),

পদ্ধতি- একটি ডিমের সাদা অংশ নিন। তাতে মেশান পরিমাণ মতো দুধ ও মধু। ভালো করে মিশিয়ে নিন। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে নিন। এতে ত্বকে আসবে জেল্লা। মেনে চলুন এই সকল বিশেষ টিপস। ত্বকে আসবে জেল্লা। 


আরও পড়ুন

ত্বক হাইড্রেট করতে ব্যবহার করুন এই বিশেষ চকোলেট ফেসমাস্ক, দ্রুত ত্বকে আসবে জেল্লা

বলিরেখা দূর করতে ব্যবহার করুন অ্যাভোকাডো-র বিশেষ ফেসপ্যাক, সপ্তাহে একদিন ব্যবহারেই মিলবে উপকার

অতিরিক্ত সাদা স্রাব হওয়া শরীরের জন্য কতটা ক্ষতিকর, সমস্যা দূর করতে যা করবেন