Skin care: পুজোর আগে পার্লারে না গিয়ে আপনার মূল্যবান সময় বাঁচান এবং আপনার টাকাও বাঁচাতে পারেন যদি এই কটি উপায়ে বাড়িতেই তৈরি করে নেন ফেসপ্যাক। বলিরেখা দূর করুন।
আজকাল অনিয়ন্ত্রিত জীবনযাপন হোক কিংবা দূষণের বাড়বাড়ন্ত, অল্প বয়সেই ত্বকের সমস্যায় ভোগেন অনেকেই। কারওর রুক্ষ্ম-শুষ্ক ত্বক, কারওর আবার হাজার যত্নেও থাকে না জেল্লা৷ তবে সারা বছর যেমন-তেমনভাবে চলে গেলেও পুজোর সময়ে হারানো জেল্লা ফেরত পেতে চান সকলেই। তাই তো পুজোর আগে জোরকদমে শুরু হয়ে যায় রূপচর্চার কেরামতি। তবে সবসময়ে যে নামীদামি প্রসাধনী ব্যবহার করলেই ফল পাওয়া যায় তেমন নয়।
বিউটি স্যাঁলোতে যেমন দাম তেমন লম্বা ভিড়। তার চেয়ে বরং ঘরেই রূপটান সেরে ফেলুন। ফিরিয়ে আনুন নিজের ইয়ং লুক।
নিয়মিত ফল খাওয়া ত্বকের জন্য খুব ভাল। তবে শুধু খেলেই নয়, মুখে মাখলেও, দূর হবে নানান ত্বকের সমস্যা। যাঁদের খুব শুষ্ক ত্বক, কিংবা অল্প বয়সেই মুখে বলিরেখা পড়ছে, তাদের জন্য ফলের রসের ফেসপ্যাক বা ফেসিয়াল কিন্তু দারুণ উপকারি। শুধু জানতে হবে, কোন ফল দিয়ে, কীভাবে ফেসিয়াল করবেন।
ইতিমধ্যে পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এই উৎসবের সময় সকলেই চাই নিজেকে সুন্দর দেখাতে। তাই পার্লারে চুলকাটার পাশাপাশি চলছে ত্বকের পরিচর্যা ।পাশাপাশি ভিড় জমতে শুরু করেছে পার্লার গুলোতে। তাই পার্লারে না গিয়ে ঘরে কিছু ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে নিতে পারেন ফেসপ্যাক।
বাড়িতে তৈরি ফেসপ্যাক
* বেদানার রসের সঙ্গে ময়দা ও মধু মিশিয়ে একটি ফেসমাস্ক তৈরি করুন। সপ্তাহে অন্তত এটি দুবার করে ব্যবহার করুন। দেখবেন সহজেই আপনি পাবেন ঝকঝকে ত্বক ।
* পাকা পেঁপে চটকে তার মধ্যে মধু মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করুন। এরপর সেটি মুখে কিছুক্ষণ মেখে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন আপনার ত্বক ঝকঝক করছে।
* কলার মধ্যে ভিটামিন কে, সি, ই ও ফাইবার রয়েছে। একটি কলা চটকে মুখে মেখে নিন। এরপর কিছুক্ষণ রেখে উষ্ণ গরম জল দিয়ে মুখটি ধুয়ে নেবেন। দেখবেনত্বক উজ্জ্বল হবে।

