সংক্ষিপ্ত
এই সময় রুক্ষ্ম চুলের সমস্যা, খুশকি থেকে শুরু করে চুল পড়া ও ডগা চেরার সমস্যা বেড়ে চলে। সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করুন পেঁয়াজ তেল।
চুলের যত্ন নিতে সারাক্ষণ কোনও না কোনও পদ্ধতি অবলম্বন করে চলছে সকলে। কেউ ঘরোয়া টোটকা মেনে চলছেন। তো কেউ করাচ্ছেন পার্লার ট্রিটমেন্ট। এর সঙ্গে চুলের যত্নে বাজার চলতি পণ্যের ব্যবহার তো আছেই। সারা বছর চুল নিয়ে চলতে থাকে কোনও না কোনও সমস্যা। এই সমস্যা শীতের মরশুমে দ্বিগুন হয়ে যায়। কারণ এই সময় রুক্ষ্ম চুলের সমস্যা, খুশকি থেকে শুরু করে চুল পড়া ও ডগা চেরার সমস্যা বেড়ে চলে। সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করুন পেঁয়াজ তেল। জেনে নিন কী কী কারণে শীতে চুলের যত্নে ব্যবহার করবেন পেঁয়াজ তেল।
চুলের বৃদ্ধি বাড়ায় পেঁয়াজ তেল ব্যবহার করুন। চুল পড়া বন্ধ করতে ও নতুন চুল গজাতে সাহায্য করে পেঁয়াজ তেল। এই তেল চুলের জন্য স্বাস্থ্যকর।
চুল ভাঙা বন্ধ করে পেঁযাজ তেল। এতে উচ্চ সাফলার উপাদান আছে। যা চুল ভাঙা বন্ধ করে। চুলে প্রোটিন উৎপাদন বৃদ্ধি করে। চুল করে মজুত করে। মেনে চলুন এই বিশেষ টিপস।
অকাল পক্কতা রোধ করতে ব্যবহার করতে পারেন পেঁয়াজ তেল। এই তেলে আছে এনজাইম। যা চুলের ক্ষতি রোধ করে। চুলের অকাল পক্কতা থেকে মুক্তি দিতে ব্যবহার করতে পারেন পেঁয়াজ তেল।
মাথার পিএইচ মাত্রা ঠিক থাকে পেঁয়াজ তেলের গুণে। এটি মাথার ত্বকের পিএইচ মাত্রা ঠিক রাখে। চুল ভালো রাখতে চাইলে মাথার ত্বকের পিএইচ মাত্রা ঠিক রাখা প্রয়োজন। মেনে চলুন এই বিশেষ টিপস। নিয়মিত পেঁয়াজ তেল দিয়ে ম্যাসাজ করুন। মিলবে উপকার।
শীতের মরশুমে খুশকির সমস্যা নতুন কথা নয়। এই সমস্যায় প্রায় সকলেই ভুক্তভোগী। শীতের মরশুমে খুশকির সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত পেঁয়াজ তেল ব্যবহার করুন। এই তেলে মালিশ করার পর ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। এতে মিলবে উপকার।
প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে পেঁয়াজ তেল। মাথার ত্বককে প্রাকৃতিক ভাব ডিহাইড্রেট করে। শ্যাম্পু করার পর এই তেল দিয়ে মালিশ করতে পারেন। এতেও পাবেন উপকার। চুল মসৃণ করতে, ময়েশ্চরাইজ করতে, চুলে জেল্লা আনতে ও ফ্রিজি ভাব দূর করতে পেঁয়াজ তেল। এই কয় কারণে ব্যবহার করুন পেঁয়াজ তেল। এটি চুলের জন্য বেশ উপকারী। চুলের একাধিক সমস্যা মুহূর্তে দূর হবে এর গুণে।
আরও পড়ুন-
জেনে নিন কেন পালিত হয় বিশ্ব মানবাধিকার দিবস, দেখে নিন দিনটির নেপথ্যের কাহিনি
বীটের গুণে কমবে ওজন, শীতের মরশুমে এই কয় উপায় বীট খান, দ্রুত মিলবে উপকার
অ্যানিমিয়া কিংবা থাইরয়েডের মতো সমস্যা উপেক্ষা করবেন না, শরীরে হতে পারে কপারের ঘাটতি