সংক্ষিপ্ত
জানেন কি বেকিং সোডা দিয়ে তৈরি প্যাক ব্যবহারে হতে পারে চুলের ক্ষতি। আজ রইল কয়টি সমস্যার কথা।
চুল নিয়ে সমস্যা চলতেই থাকে। গরম মানেই চুলের হাজারও সমস্যা। চুলের রুক্ষ্ম ভাব, ডগা ফাটা, উষ্ক খুশকো চুলের সমস্যায় নাজেহাল অবস্থা হয় অনেকের। চুলের সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখেন ঘরোয়া টোটকার উপায়। অনেকেই ব্যবহার করেন বেকিং সোডা। বেকিং সোডার সঙ্গে মধু মিশিয়ে কেউ বানান হেয়ার প্যাক। তেমনই কেউ বেকিং সোডার সঙ্গে জল মিশিয়ে প্যাক বানান। তবে, জানেন কি বেকিং সোডা দিয়ে তৈরি প্যাক ব্যবহারে হতে পারে চুলের ক্ষতি। আজ রইল কয়টি সমস্যার কথা।
রুক্ষ্ম চুলের সমস্যার কারণ হতে পারে বেকিং সোডা। অনেকেরই চুল অধিক রুক্ষ্ম হয়ে যায়। বেকিং সোডা দিয়ে তৈরি প্যাক বেশি ব্যবহারে চুলের নরম ভাব বা তেলা ভাব নষ্ট হতে পারে। এতে চুল হয় রুক্ষ্ম।
ব্রেকেজের কারণ হতে পারে বেকিং সোডা দিয়ে তৈরি প্যাক। অনেকেই ব্রেকেজের সমস্যায় ভোগেন। তারা এমন প্যাক ব্যবহার করবেন না। এতে বাড়তে পারে সমস্যা।
স্ক্যাল্পে চুলকানি ভাবের কারণ হতে পারে বেকিং সোডা দিয়ে তৈরি প্যাক। বেকিং সোডা দিয়ে তৈরি প্যাক অনেকের ত্বকের জন্য উপযুক্ত হয় না। এতে বাড়তে থাকে সমস্যা। তাই চুলকানি দেখা দিলে বেকিং সোডা দিয়ে তৈরি প্যাক ব্যবহার বন্ধ করুন।
কালার করা চুলে মানানসই নাও হতে পারে বেকিং সোডা দিয়ে তৈরি প্যাক। অনেকেই স্টাইল করতে গিয়ে চুলে কালার করিয়ে থাকেন। তাদের চুলে বেকিং সোডা দিয়ে তৈরি প্যাক ব্যবহারে সেই কালার নষ্ট হতে পারে। তাই এমন ব্যবহার না করাই ভালো।
একান্ত ব্যবহার করতে হলে বেকিং সোডা ও অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে বানাতে পারেন খুশকির সমস্যা। একটি পাত্রে ২ চা চামচ বেকিং সোডা নিন। এবার তাতে মেশান ২ থেকে ৩ টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনিগার। ভালো করে মিশিয়ে নিন। এবার তা স্ক্যাল্পে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। দ্রুত মিলবে উপকার। কিংবা লেবুর রস ও বেকিং সোডা দিয়ে প্যাক বানাতে পারে। একটি পাত্রে ২ চা চামচ বেকিং সোডা নিন। এবার তাতে মেশান দুই টেবিল চামচ লেবুর রস। ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি স্ক্যাল্পে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। এতে দ্রুত মিলবে উপকার।
আরও পড়ুন
দীর্ঘ সময়ের জন্য তরুণ দেখতে চান, তবে এই অ্যান্টি-এজিং ফেস প্যাক কাজ করবে ম্যাজিকের মত
স্প্রাউট সবার জন্য স্বাস্থ্যকর নয়, এটি এই সমস্যা থাকলে ক্ষতিকরও হতে পারে
ভ্রমণ প্রেমীদের জন্য সুখবর! প্রাচীন সিমলা রেলপথে অত্যাধুনিক কোচে গা-এলিয়ে সফর