সংক্ষিপ্ত

গরমের ত্বক রক্ষা করতে সকলেই ব্যবহার করছেন সানস্ক্রিন। কেউ কেউ বারে বারে ব্যবহার করেন সানস্ক্রিন। আজ বিশেষ তথ্য রইল সানস্ক্রিন নিয়ে। গরমে অত্যাধিক সানস্ক্রিন ব্যবহারেও হতে পারে ক্ষতি। জেনে নিন ত্বককে রক্ষা করতে কী করবেন।

ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা সকলের। এদিকে সকলের ত্বকের ধরন ভিন্ন। কারও তৈলাক্ত ত্বক, কারও ত্বক রুক্ষ্ম তো কারও কম্বিনেশন স্কিন। সকলের ত্বক ভিন্ন। সে কারণে সকলের ত্বকের সমস্যাও ভিন্ন। এদিকে গরমের সময় ট্যান, ব্রণ থেকে শুরু করে কালো প্যাচের মতো সমস্যা চলতেই থাকে। এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে কেউ মেনে চলেন ঘরোয়া টোটকা তো কেউ ব্যবহার করেন বজার চলতি পণ্য। তবে, গরমের ত্বক রক্ষা করতে সকলেই ব্যবহার করছেন সানস্ক্রিন। কেউ কেউ বারে বারে ব্যবহার করেন সানস্ক্রিন। আজ বিশেষ তথ্য রইল সানস্ক্রিন নিয়ে। গরমে অত্যাধিক সানস্ক্রিন ব্যবহারেও হতে পারে ক্ষতি। জেনে নিন ত্বককে রক্ষা করতে কী করবেন।

সানস্ক্রিনের কারণের অনেকেরই ত্বকে ব্রণ হয়। ত্বকের ধরন বুঝে পণ্য না বেছে নিতে পারলে এই সমস্যা হওয়া স্বাভাবিক। তাই যাদের তৈলাক্ত ত্বক তারা অবশ্যই কিনুন জেল সানস্ক্রিন। তেমনই শুষ্ক ত্বকের উপযুক্ত ক্রিম সানস্ক্রিন। তেমনই পরিমাণের বেশি মাখলে সমস্যা বাড়তে পারে। তাই আগে আপনার নিজের ত্বক প্রসঙ্গে নিজের ধারণা স্পষ্ট করুন। তারপর ব্যবহার করুন সানস্ক্রিন।

ত্বকে চুলকানি হতে পারে সানস্ক্রিনের জন্য। যদি সানস্ক্রিন ব্যবহার করে দেখেন ত্বকে চুলনাকি অনুভূত হচ্ছে, তাহলে পণ্যের বদল করুন। ত্বকের উপযুক্ত পণ্য না হলে এমন সমস্যা হতে পারে। তেমনই ত্বকে দুই বারের বেশি সানস্ক্রিন লাগাবেন না। এতে হতে পারে সমস্যা।

আমরা অনেকেই জানি না যে স্তন ক্যান্সার হতে পারে সানস্ক্রিন ব্যবহারে। সানস্ক্রিনে এমন উপাদান আছে যা স্তন ক্যান্সারের কোষগুলোতে ইস্ট্রোজেনিক প্রভাব ফেলে। সানস্ক্রিনের কারণে রক্তে ইস্ট্রোজেনের মাত্রা বেড়ে যায়। এতে শরীর ক্ষতি হয়। অধিক সানস্ক্রিন ব্যবহারে স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যেতে পারে।

চোখের সমস্যার কারণে হতে পারে সানস্ক্রিন। সানস্ক্রিন ব্যবহারের পর হাত ধুয়ে নিন। তা চোখে লাগলে সমস্যা বাড়তে পারে। তেমনই অন্ধত্বের কারণ হতে পারে। বারে বারে তা চোখে স্পষ্ট করলে চোখের মারাত্মক ক্ষতি হয়। তেমনই সানস্ক্রন ব্যবহারের পর মুখ পরিষ্কারের ক্ষেত্রে সতর্ক হন। তা না হলে সমস্যা বড় আকার নিতে পারে। চোখে এমন সমস্যা দেখা দিতে চিকিৎসকের পরামর্শ নিন। তাই মনে রাখুন, অধিক সানস্ক্রিন ব্যবহার ত্বকের জন্য ক্ষতিকর। হতে পারে মারাত্মক ক্ষতি।

 

আরও পড়ুন

অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার সেরা বিকল্প, ডিজিটাল গোল্ডে মাত্র এক টাকা বিনিয়োগ করে সোনা কিনুন

Earth Day: গুগল ডুডলে বিশেষ ঝলক, পালিত হচ্ছে বিশ্ব ধরিত্রী দিবস, দেখে নিন দিনটির মাহাত্ম্য

'তাঁর সবচেয়ে বড় অর্জন টেসলা বা স্পেসএক্স নয়', ইলন মাস্ক-এর প্রসংশায় পঞ্চমুখ আনন্দ মহিন্দ্রা