সংক্ষিপ্ত

নতুন বছরে বদলে ফেলুন নখের স্টাইল। এই সময় নেল আর্ট করাতে পারেন। এবার বাড়িতেই করে নিন নেল আর্ট। অনুসরণ করুন, এই ছয় পদ্ধতি।

আর মাত্র দুটো দিনের অপেক্ষা। তারপরই নতুন বছরকে স্বাগত জানানোর পালা। সে কারণে চলছে পার্টির প্রস্ততি। বছরের এই সময়টা প্রায় সকলেই পার্টি করে থাকেন। এই শীতের মরশুমে পিকনিক, পার্টি, গেট টুগেদারের নানান পরিকল্পনা থাকে। এই সময় সকলেই নিজের ব্যস্ততম জীবন থেকে সময় বের করে আনন্দ গা ভাসান। এবার পার্টিতে যাওয়ার আগে বদলে ফেলুন নিজের লুক। এই সময় হেয়ার স্টাইল থেকে পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট করে থাকেন প্রায় সকলে। আপনি করুন বাড়তি কিছু। নতুন বছরে বদলে ফেলুন নখের স্টাইল। এই সময় নেল আর্ট করাতে পারেন। এবার বাড়িতেই করে নিন নেল আর্ট। অনুসরণ করুন, এই ছয় পদ্ধতি।

সবার আগে রিমুভার দিয়ে নখ পরিষ্কার করে নিন। সঠিক রিমুভার ব্যবহার করবেন। ভালো করে নখ পরিষ্কার করুন। নখের কোনও কোণায় যেন নেইল কালার লেগে না থাকে, সেদিকে নিশ্চিত করুন।

এবার নেইল কাটার ব্যবহার করে নখের মাপ ঠিক করুন। হাতে সময় নিয়ে এই কাজ করবেন। যেভাবে নখের মাপ রাখতে চান, একেবারে সেই একই মাপে সব কয়টি নখ কেটে নিন।

এবার বেস কোড লাগান। নখ কাটা হয়ে গেলে সবার আগে বেস কোড লাগাবেন। এতে নেইল আর্ট সুন্দর ভাবে ফুটে উঠবে। ধরে ধরে নেইল পলিশ লাগান। তা না হলে নখের চারিদিক লেগে যেতে পারে। চাইলে নখের চারপাশে নেইল পেপার লাগাতে পারেন। বিশেষ ধরনের এই কাগজ ব্যবহার করলে চামড়াতে নেইল পলিশ লেগে যাবে না।

এবার শুরু করুন নেইল আর্ট। কেমন নকশা করবেন তা আগে থেকে ঠিক করে নিন। এবার সেই অনুসারে সব জিনিস মজুত রাখুন হাতের সামনে। এবার একে একে পদ্ধতি মেনে নেইল আর্ট করে নিন। একটি পদ্ধতি পুরোপুরি সম্পন্ন হওয়ার পর অপেক্ষা করুন। তারপর দ্বিতীয় পদ্ধতি শুরু করুন। এভাবে নেইল আর্ট করে নিন। নতুন বছরের আগে আপনার এই নখের সজ্জা সকলের নজর কাড়বে।

এরই সঙ্গে নিয়মিত নখের যত্ন নিন। নখ শক্ত করতে পাতিলেবু ব্যবহার করতে পারেন। কিংবা একটি বাটিতে গরম জল নিয়ে তাতে এক চিমটে নুন ফেলে দিন। এবার সেই জলে নখ ডুবিয়ে রাখলে নখ হবে শক্ত। মেনে চলুন এই বিশেষ টিপস

 

আরও পড়ুন-

নতুন বছরে মনের মানুষকে দিতে পারেন এমন উপহার, দ্বিগুণ হবে আপনাদের ভালোবাসা

নতুন বছরে এই কয়টি অভ্যেস রপ্ত করুন, বজায় থাকবে সুস্বাস্থ্য, জেনে নিন কীভাবে

খাদ্যতালিকায় আনুন বদল, বাদ দিন এই পাঁচটি খাবার, দ্রুত দূর হবে প্রদাহজনিত সমস্যা