সংক্ষিপ্ত

কেউ বাজার চলতি পণ্য ব্যবহার করেন তো কেউ ভরসা করেন ঘরোয়া টোটকার ওপর। আজ রইল বিশেষ রূপচর্চার হদিশ। এবার শীতের সময় ত্বকের যত্নে ব্যবহার করুন মরশুমি ফল, জেনে নিন কোন উপায় ত্বকে আসবে জেল্লা। জেনে নিন কোন ফল ব্যবহার করবেন।

ত্বক উজ্জ্বল করতে আমরা সকলে কত কী করে থাকি। কেউ মোটা টাকা ব্যয় করে পার্লার ট্রিটমেন্ট করান। কেউ বাজার চলতি পণ্য ব্যবহার করেন তো কেউ ভরসা করেন ঘরোয়া টোটকার ওপর। আজ রইল বিশেষ রূপচর্চার হদিশ। এবার শীতের সময় ত্বকের যত্নে ব্যবহার করুন মরশুমি ফল, জেনে নিন কোন উপায় ত্বকে আসবে জেল্লা। জেনে নিন কোন ফল ব্যবহার করবেন।

ব্যবহার করতে পারেন কলা। সারা বছর কলা পাওয়া যায়। এটি ত্বকে তেল্লা আনার সঙ্গে সঙ্গে ত্বক নরম করে থাকে। এমনকী, যাদের ত্বকে কালো দাগ আছে তারাও ব্যবহার করতে পারেন কলা। কলা প্রথমে চটকে নিন। এবার তাতে মেশান মধু। ভালো করে মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। তেমনই কলার সঙ্গে মধুর বদলে মেশাতে পারেন দুধ। কিংবা মেশাতে পারেন ডিমের সাদা অংশ। এতেও মিলবে সমান উপকার।

আমলকি ব্যবহার করতে পারেন ত্বকের যত্নে। এই সময় যে কোনও বাজারে মিলবে আমলা। আমলকি ব্লেন্ড করে নিন। তাতে মেশান নিমপাতা বাটা। যাদের ব্রণ আছে তারা এই প্যাক লাগান। মিলবে উপকার।

ব্যবহার করতে পারেন কমলালেবুর প্যাক। শীতের বাজার ভরে গিয়েছে কমলালেবুতে। এতে রয়েছে ভিটামিন সি ও এসকরবিক অ্যাসিড। কমলালেবুর রসের সঙ্গে হলুদ মিশিয়ে তা মুখে লাগান। এতে ত্বকে আসবে জেল্লা। তেমনই কমলালেবুর রসের সঙ্গে মধু মিশিয়েও মাখতে পারেন। এতেও মিলবে একাধিক উপকার। সঙ্গে কমলালেবুর খোসা ব্যবহার করুন। এই খোসা রোদে শুকিয়ে নিন। তারপর তা গুঁড়ো করে এর সঙ্গে মেশান মধু। ভালো করে মিশিয়ে নিয়ে প্যাক বানান। মিশ্রণটি ত্বকে লাগালে মিলবে উপকার।

শীতের মরশুমে ত্বকে জেল্লা আনতে আপেল ব্যবহার করতে পারেন। আপেল প্রথমে ব্লেন্ড করে নিন। এবার তার সঙ্গে মেশান মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মিলবে উপকার।

পাকা পেঁপে ব্যবহার করতে পারেন শীতের মরশুমে। পাকা পেঁপে কেটে তা ব্লেন্ড করে নিন। এবার তাতে মিশিয়ে নিন মধু। এবার তা মুখে লাগান। মিশ্রণটি ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এভাবে ত্বকের যত্নে ব্যবহার করুন মরশুমি ফল। এই উপায় ত্বকে আসবে জেল্লা। মেনে চলুন এই সকল টোটকা। 

 

আরও পড়ুন-

আপনি কি অন্যদের তুলনায় বেশি ঠান্ডা অনুভব করেন, তবে এই লক্ষণগুলি উপেক্ষা করবেন না

সঠিক ওজন ধরে রাখতে মেনে চলুন বিশেষ টিপস, সহজ উপায় মিলবে উপকার, দেখে নিন এক ঝলকে

Covid19 Nasal Vaccine কি এবং এটি কিভাবে কাজ করে, জেনে নিন এই বুস্টার ডোজ দিয়ে বিপদ কতটা এড়ানো যাবে