Fashion Beauty Tips: বর্ষা আসলেই বাড়ে ত্বকের সমস্যাও। এই সময় ত্বকের বিশেষ যত্নের প্রয়োজন তবে প্রাকৃতিক উপায়ে। কার্যকরী হতে পারে নিমপাতা। জানুন বিশদে… 

Skin Care Tips: বর্ষা এলেই বাতাসে আর্দ্রতা বাড়ে, সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ত্বকের নানা সমস্যা। কখনও স্কিন র‌্যাশ, ব্রণ, ফাঙ্গাল ইনফেকশন—সব মিলিয়ে এই সময় ত্বকের বিশেষ যত্ন প্রয়োজন। বিশেষ করে সেনসিটিভ স্কিন হলে সমস্যা আরও বাড়ে। এই সমস্যাগুলোর সমাধানে ক্যামিকাল মিশ্রিত প্রশাধনী বা ওষুধ না খেয়ে যদি প্রাকৃতিক উপায়ে সমাধান পাওয়া যায়, তা আরও ভালো। এই প্রাকৃতিক উপায়গুলির মধ্যে ত্বকের জন্য সবচেয়ে কার্যকরী উপাদান হলো নিমপাতা।

নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণ ত্বককে গভীর থেকে পরিষ্কার করে, সমস্যা দূর করে এবং জেল্লা ধরে রাখতে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে নিম দিয়ে ত্বকের যত্ন নেবেন ঘরে বসেই।

ত্বকের যত্নে নিমের ব্যবহার:- 

১। নিমের তেল

নিমের তেল ব্রণ, র‍্যাশ, ফুস্কুড়ি, সোরিয়াসিসের উপশমে খুব উপকারী। এছাড়াও ত্বকের যেকোনো অস্বস্তি, জ্বালা ও চুলকানি জনিত সমস্যায় আরাম দেয়।

ব্যবহারবিধি

নিম তেল সরাসরি মাখবেন না। ১:১ বা ১:২ অনুপাতে নারকেল তেল বা আমন্ড অয়েলের সঙ্গে মিশিয়ে লাগাতে হবে। হাতের ত্বকে প্যাচ টেস্ট করে দেখে নিন কোনও প্রতিক্রিয়া হচ্ছে কি না।

২। নিম ও মুলতানি মাটি প্যাক

নিম ও মুলতানি মাটির তৈরী প্যাক ডিপ ক্লিনজার হিসেবে কাজ করে। ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে, ব্রণ কমায়।

ব্যবহারবিধি

নিমপাতা বেটে তার সঙ্গে মুলতানি মাটি ও গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার ত্বকে ভালোভাবে মেখে রেখে, ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ২ বার ব্যবহার করা যেতে পারে ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে।

৩। নিম ও মধুর প্যাক

নিম ও মধুর তৈরী প্যাক শুষ্ক ত্বকে আর্দ্রতা যোগায়। নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ত্বককে বর্ষার সংক্রমণের থেকে বাঁচায়। ত্বকের জেল্লা ফেরায়।

ব্যবহারবিধি

নিম পাতা বেটে তাতে মধু মিশিয়ে মসৃণ প্যাক তৈরি করুন। এবার মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে নিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন, কিছুদিনেই ভালো ফল মিলবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।