সংক্ষিপ্ত

শীতকালে ত্বকের যত্নে আপেলের নানাবিধ ব্যবহার। আপেল, দুধ, দই, মধু, কলা এবং লেবুর রসের মিশ্রণে তৈরি করুন ত্বকের প্যাক। রুক্ষ্ম ও শুষ্ক ত্বকের সমস্যা দূর করতে ঘরোয়া উপায়ে আপেলের প্যাক ব্যবহার করুন।

শীতের মরশুমে ত্বকের নানান জটিলতা লেগে থাকে। এই সময় ত্বক ফাটা, রুক্ষ্ম ত্বক কিংবা চুলকানির সমস্যা নতুন নয়। শীতের সময় ব্যবহার করুন আপেল। আপেল খাওয়ার সঙ্গে তা মুখে লাগান। প্যাক বানিয়ে ব্যবহারে মিলবে উপকার। জেনে নিন কীভাবে।

আপেল ও দুধ

আপেল কেটে ব্লেন্ড করে নিন। থকথকে উপকরণ তৈরি করুন। এতে মেশান দুধ। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার

আপেল ও দই

আপেল কেটে ব্লেন্ড করে নিন। থকথকে উপকরণ তৈরি করুন। এতে মেশান দই। তা ত্বকে লাগান। ২০ মিনিট রেখে শুকিয়ে গেলে ধুয়ে নিন।

আপেল ও মধু

আপেলের খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিন। সেই থমথম মিশ্রণ থেকে রস আলাদা করুন। তার সঙ্গে মেশান মধু। তা ত্বকে লাগান। ২০ মিনিট রেখে শুকিয়ে গেলে ধুয়ে নিন।

আপেল ও কলা

আপেল প্রথমে ব্লেন্ড করে নিন। এবার কলা চটকে নিন। আপেল ও কলা এক সঙ্গে পেস্ট করে নিন। এবার তা মুখে লাগান। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর মুখ ধুয়ে নিন।

আপেল ও লেবুর রস

আপেল ব্লেন্ড করে নিন। তার থেকে ছেঁকে রস আলাদা করুন। তার সঙ্গে মেশান লেবুর রস। তা তুলোয় করে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার