- Home
- Lifestyle
- Fashion and Beauty
- সামনেই বিয়ের মরশুম, ঘরোয়া টিপসেই বাড়ি বসে পান ঘন জেল্লাদার চুল, রইল সহজ উপায়
সামনেই বিয়ের মরশুম, ঘরোয়া টিপসেই বাড়ি বসে পান ঘন জেল্লাদার চুল, রইল সহজ উপায়
Hair Care Tips: শীতে ঠান্ডার দাপটে ঠিকমতো চুল পরিস্কার করে ওঠা হচ্ছে না? এই কয়েকটি টিপস ফলো করলেই ঘরে বসেই পেয়ে যান স্বাস্থ্যজ্জ্বল চুল। রইল বিশদ টিপস। দেখুন ফটো গ্যালারিতে…
শীতকালে চুলের যত্নের উপায়
একে শীতকাল তার উপর সামনেই বিয়ের মরশুম। এখন থেকেই চুলের যত্ন নেওয়া শুরু করেছেন নিশ্চয়ই। নানা রকম কেশসজ্জার ইচ্ছাও আছে। তার জন্য হেয়ার কাটও করাচ্ছেন। তবে চুল যদি নিষ্প্রাণ ও জেল্লাহীন হয়, তা হলে সব চেষ্টাই মাটি হবে। তার পরে যদি হয় পাকা চুলের সমস্যা? বয়স হলে চুলে তো পাক ধরবেই। কিন্তু আজকাল কম বয়সে শারীরিক নানা জটিলতার কারণেও অনেকের চুল পেকে যায়। তবে এতকিছু না ভেবে আজ থেকেই শুরু করুন চুলের ট্রিটমেন্ট বাড়িতে বসেই।
ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্ন
অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া, অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণেও চুলে পাক ধরে। তাই চুলের যতটুকু সম্ভব ঘরোয়া এবং প্রাকৃতিক পদ্ধতিতে যত্ন নেওয়া খুবই জরুরি। চুলের এই অকালপক্কতা এবং চুল ঝরে যাওয়ার সমস্যা এবং চুল রুক্ষ হয়ে যাওয়ার সমস্যা থেকে কিছুটা রেহাই পেতে কয়েকটা ঘরোয়া পদ্ধতি অনুসরণ করতে পারি।
চুলের যত্নে অ্যালোভেরা-কাঁচা পেঁয়াজ
ঘন, লম্বা, জেল্লাদার চুল চাইলে এখন থেকেই কেশচর্চার বিশেষ পদ্ধতি নিয়ম মেনে করতে পারলে চুল স্বাস্থ্যোজ্জ্বল হয়ে উঠবে। এর জন্য ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল মাথার ত্বক ও চুলে ভাল করে মালিশ করুন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এছাড়াও কাঁচা পেঁয়াজের রস লাগান। নতুন চুল গজানো কিংবা মাথার ত্বকের সংক্রমণ রোধ করার ঘরোয়া টোটকা হল পেঁয়াজের রস। মাথার ত্বকে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে, ফলে পেঁয়াজের রস মাখলে নতুন চুল গজায়। চুলের ঘনত্ব বাড়ে। দ্বিতীয় দিন পেঁয়াজের রস ভাল করে মাথায় মেখে আধ ঘণ্টার মতো রেখে ঈষদুষ্ণ জলে চুল ধুয়ে নিন।
নারকেল তেল
নারকেল তেল হালকা গরম করে সেই তেল ভাল করে চুলে মালিশ করুন। সারা রাত রাখতে পারলে ভাল, না হলে ঘণ্টা দুয়েক রেখে শ্যাম্পু করে নিন।চালের জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।অল্প চাল ধুয়ে পরিষ্কার করে নিন। এ বার ধোয়া চালের মধ্যে আরও খানিকটা জল ঢেলে নিন। ১০-১৫ মিনিট ঢেকে রাখুন। এ বার হাত দিয়ে চাল চটকে নিন। জলটা আরও ঘোলা হয়ে যাবে। এ বার পাত্রে জলটা ছেঁকে নিন। চাল ধোয়া জল তৈরি। চুলে শ্যাম্পু এবং কন্ডিশনার মাখার পর শেষ বার চুল ধুতে ব্যবহার করুন এই জল। তাতে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে নিতে পারেন। জলটা চুলে ঢেলে ধীরে ধীরে গোড়া থেকে আগা পর্যন্ত মাসাজ করুন। তার পর মিনিট পাঁচেক রেখে পরিষ্কার জলে চুল ধুয়ে ফেলুন।
আমলকি-কারিপাতার তেলের মালিশ
আমলকি-কারিপাতার তেলের মালিশ করুন। এই তেল ভিটামিন সি-তে সমৃদ্ধ। বানিয়ে নিন বাড়িতেই। এক কাপের মতো আমলকি ও তাতে আধ কাপের মতো কারিপাতা দিয়ে ভাল করে ফোটাতে হবে। এই তেল নিয়ম করে মাখলে চুলের পুষ্টিও হবে, বৃদ্ধিও পাবে। এছাড়াও চুলে গ্রিন-টি ম্যাজিকের মতো কাজ করে। চুলে বিথাকা সিবেসিয়াস গ্রন্থি থেকে তেল নিঃসৃত হয়। যা প্রাকৃতিক ভবে চুলকে প্রয়োজনীয় আর্দ্রতা জোগায়। এই আর্দ্রতা ধরে রাখবে গ্রিন-টি। এতে থাকা ভিটামিন ও অ্যান্টি-অক্সিড্যান্ট মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে, এতে চুলের ঘনত্ব বাড়বে।

