সংক্ষিপ্ত
ত্বক নিয়ে সারা বছর সমস্যার অন্ত নেই। বিশেষ করে শীতের সমস্যা আরও বাড়ে এই সমস্যা। ত্বকের সমস্যা দূর করতে কোন পথ অবলম্বন করবেন তা ঠিক করা কঠিন। এবার ভরসা করুন ঘরোয়া প্যাকের ওপর। শীতে ফেসপ্য়াক বানান অ্যাভোকাডো দিয়ে, একবার ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল, থাকবে না কোনও দাগ।
অ্যাভোকাডো ও অলিভ অয়েল
প্রথমে অ্যাভোকাডো থেকে ভিতরের বীজ বের করে নিন। এবার তা ভালো করে চটকে নিন। মেশান অলিভ অয়েল। মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।
অ্যাভোকাডো, হলুদ ও দই
প্রথমে হলুদ বেটে নিন। এবার অ্যাভোকাডো থেকে বীজ বের করে তা চটকে নিন। একটি পাত্রে অ্যাভোকাডো, হলুদ বাটা ও দই মেশান তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।
অ্যাভোকাডো, ওটস ও মধু
প্রথমে ওটস মিহি করে বেটে নিতে হবে। এবার পাত্রে অ্যাভোকাডো নিন। ভালো করে চটকে নিয়ে তার সঙ্গে ওটস ও মধু মেশান। প্যাক বানিয়ে তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।
অ্যাভোকাডো, লেবুর রস ও ওটস
প্যাক বানান অ্যাভোকাডো, লেবুর রস ও ওটস দিয়ে। মিহি করে বাটা ওটসের সঙ্গে মেশান অ্যাভোকাডো। মেশান লেবুর রস। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।
অ্যাভোকাডো ও কলা
রুক্ষ্ম ত্বকের জন্য উপকারী অ্যাভোকাডো ও কলার প্যাক। অ্যাভোকাডো ও কলা ভালো করে নিয়ে চটে নিন। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।