সংক্ষিপ্ত

এবার ডার্ক সার্কেল দূর করতে মেনে চলুন আয়ুর্বেদিক টোটকা, সহজ উপায় মিলবে উপকার। দেখে নিন কী কী করবেন।

চোখের তলার কালো দাগ সব সময় সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে সকলেই কোনও না কোনও পদ্ধতি মেনে চলেন। কেউ কোনও বিশেষ পণ্য ব্যবহার করেন তো কেউ ব্যবহার করেন আলুর রস। এবার ডার্ক সার্কেল দূর করতে মেনে চলুন আয়ুর্বেদিক টোটকা, সহজ উপায় মিলবে উপকার। দেখে নিন কী কী করবেন।

অ্যালোভেরা জেল- অ্যালোভেরা জেলে আছে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান। ত্বকের যত্নে বেশ উপকারী অ্যালোভেরা জেল। তেমনই ডার্ক সার্কেল সহজে দূর হয় এই উপাদানের গুণে। অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তা চোখের তলায় লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এতে মিলবে উপকার।

আমলকি- শরীর সুস্থ রাখতে অনেকেই আমলকি খান। তেমনই চুলের যত্নে অনেকেই ব্যবহার করে থাকেন আমলকির রস। এবার ডার্ক সার্কেল দূর করুন আমলকির গুণে। আমলকি কেটে বীজ বের করে নিন। এবার তা ব্লেন্ড করে রস বের করুন। কিংবা সেদ্ধ করে চটকে নিতে পারেন। আমলকি চোখের তলায় লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এতে মিলবে উপকার।

হলুদ- হলুদের গুণে দূর হবে ডার্ক সার্কেলের সমস্যা। হলুদে আছে নানান উপকারী উপাদান। হলুদের টুকরো বেটে নিন। এবার তা পুরু করে চোখে তলায় লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এতে মিলবে উপকার। তেমনই ব্রণ, চুলকানি, লাল হয়ে যাওয়া কিংবা ত্বকে কোনও রকম সংক্রমণ থেকে বাঁচতে ব্যবহার করতে পারেন হলুদ। এটি ত্বকের জন্য বেশ উপকারী।

মধু- মধুর গুণে দূর হবে ডার্ক সার্কেল। এটি ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে। পরিমাণ মতো মধু নিয়ে তা চোখের তলায় লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এতে মিলবে উপকার। এটি ত্বকে জন্য বেশ উপকারী। ডার্ক সার্কেল দূর করা ছাড়াও ত্বকে যত্নে ব্যবহার করতে পারেন মধু। মধু দিয়ে তৈরি যে কোনও প্যাক বেশ উপকারী। মেনে চলুন টোটকা। 

লেবুর রস- ভিটামিন সি-তে পূর্ণ লেবুর রস মুহূর্তে ডার্ক সার্কেল দূর করে। একটি পাত্রে লেবুর রস নিন। তাতে সামান্য জল মেশাতে পারেন। এবার তুলোয় করে চোখের তলায় লাগান। এতে শুকিয়ে গেলে ধুয়ে নিন। এতে মিলবে উপকার। এভাবেই ডার্ক সার্কেল দূর করতে মেনে চলুন আয়ুর্বেদিক টোটকা। এই সহজ উপায় দ্রুত মিলবে উপকার।

 

আরও পড়ুন

স্বামী স্ত্রীর মধ্যে বাড়ছে তৃতীয় ব্যক্তি খোঁজার হার! পাল্লা দিয়ে বাড়ছে ডেটিং অ্যাপের চাহিদা

প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার বিয়ের নিমন্ত্রণ, যাওয়ার আগে অবশ্যই ৬টি নিয়ম মেনে চলুন

এই পাঁচ কারণে চুলের যত্নে ব্যবহার করুন গোলাপ জল, দ্রুত মিলবে সমস্যা থেকে মুক্তি