সংক্ষিপ্ত
শীত জুড়ে একের পর এক অনুষ্ঠান। এই সময় পার্টি, পিকনিক থেকে ফ্যামিলি গেট টুগেদার আরও কত কী। শীতের সময় ত্বকের জেল্লা ধরে রাখতে চাইলে ভরসা রাখুন কফির ওপর। এই সময় মরা চামড়া জমে ত্বক রুক্ষ্ম দেখায়, তেমনই আবহাওয়া শুষ্ক ভাব। ত্বকের সমস্যা দূর করতে ব্যবহার করুন এই কয়টি ফেসপ্যাকের মধ্যে একটি। জেনে নিন কী করবেন।
কফি ও দুধ
একটি পাত্রে দুধ নিন। তাতে কফি নিন। ভালো করে মিশিয়ে নিন। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।
কফি ও মধু
একটি পাত্রে কফি নিন। তাতে মেশান মধু। ভালো করে মিশিয়ে নিন। এবার তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার।
কফি ও পাতিলেবু
একটি পাত্রে কফি নিন। তাতে মেশান পাতিলেবুর রস। এবার তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার।
কফি, টক দই ও হলুদ
একটি পাত্রে কফি নিন। তাতে মেশান টক দই। তাতে মেশান হলুদ বাটা। ভালো করে পেস্ট বানিয়ে নিন। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।
নারকেল তেল ও কফি পাউডার
একটি পাত্রে নারকেল তেল নিন। তাতে মেশান কফি পাউডার। তা ত্বকে লাগান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।