সংক্ষিপ্ত
ত্বক নিয়ে নানান সমস্যা লেগে থাকে। বিশেষ করে এই সমস্যা বাড়তে থাকে শীতের সময়। এই সময় রুক্ষ্ম ত্বকের সমস্যা, ত্বকে চুলকানি ভাব এমনকী ত্বক ফাটার সমস্যা দেখা যায়। আবার অনেক ত্বক হয়ে পড়ে নিষ্প্রাণ। ত্বকের যাবতীয় সমস্যা দূর করে ত্বক উজ্জ্বল করতে ব্যবহার করুন মৌরির ফেসপ্যাক, জেনে নিন কোন উপায় ত্বক হবে উজ্জ্বল। জেনে নিন কীভাবে।
মৌরি ও মধুর প্যাক
মৌরি মিহি করে বেটে নেন। এবার তাতে মেশান মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ পর শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।
মৌরি ও ওটসের প্যাক
প্রথমে ওটস মিহি করে বেটে নিন। এবার মৌরি মিহি করে বেটে নেন। দুটি উপকরণ সম পরিমাণ নিয়ে তাতে মেশান মধু। কিংবা মেশাতে পারেন গোলাপ জল। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ পর শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।
মৌরির টোনার
একটি পাত্রে জল নিয়ে তাতে মৌরি দিন। ভালো করে ফুটিয়ে নিন। ঠান্ডা করে পাত্রে ঢালুন। রোজ টোনার হিসেবে এই জল ব্যবহার করুন। ত্বকে ফারাক বুঝতে পারবেন।
মৌরির জল
চোখের ফোলা ভাব কমাতে উপকারী মৌরির জল। একটি পাত্রে মৌরি নিন। পরিমাণ মতো জল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে তা ছেঁকে নিন। এবার তুলোয় করে চোখের তলায় দিন। যাদের চোখের তলা ফোলা তারা এটি নিয়মিত ব্যবহারে উপকার পাবেন।