সংক্ষিপ্ত

শীতকালে ত্বক ফাটা রোধ করতে ঘরোয়া স্ক্রাব ব্যবহার করুন। কফি, চিনি, অলিভ অয়েল, খেঁজুর, দুধ, পেঁপে, মধু ইত্যাদি উপাদান দিয়ে স্ক্রাব তৈরি করে ত্বকের ময়লা দূর করুন এবং pH মাত্রা বজায় রাখুন।

শীতের সময় অধিকাংশই ত্বক ফাটার সমস্যায় ভুগে থাকেন অনেকেই। এই সময় ত্বক ফাটার অন্যতম কারণ হল ত্বকে জমে থাকা নোংরা। শীতের সময় অনেকেই ত্বক ভালো করে পরিষ্কার করেন না। তার ওপর আবার আবহাওয়ার কারণে শুষ্ক ভাব দেখা যায়। এবার শীতের সময় নিয়মিত ত্বক পরিষ্কার করুন। ঘরোয়া উপায় ত্বক পরিষ্কার করলে মিলবে উপকার। রইল শীতের উপযুক্ত স্ক্রাবারের হদিশ।

কফি, চিনি ও অলিভ অয়েল

স্ক্রাবার বানান কফি, চিনি ও অলিভ অয়েল দিয়ে। চিনি মিহি করে বেটে নিন। এবার পাত্রে কফি পাউডারের সঙ্গে তিনি ও অলিভ অয়েল নিয়ে প্যাক বানান। মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এতে মিলবে উপকার। জমে থাকা ময়লা দূর হবে। সঙ্গে বজায় থাকবে ত্বকের pH মাত্রা।

খেঁজুর ও দুধ

স্ক্রাবার বানান খেঁজুর ও দুধ দিয়ে। খেঁজুরের বীজ বের করে নিন। এবার তা বেটে নিন। এতে দিন দুধ। থকথকে মিশ্রণ তৈরি করুন। এভাবে প্যাক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এতে মিলবে উপকার। জমে থাকা ময়লা দূর হবে। সঙ্গে বজায় থাকবে ত্বকের pH মাত্রা।

পেঁপে, চিনি, মধু ও অলিভ অয়েল

স্ক্রাবার বানাতে পারেন পেঁপে, চিনি, মধু ও অলিভ অয়েল দিয়ে। চিনি মিহি করে বেটে নিন। এবার পাকা পেঁপে পেস্ট করে নিন। এবার পেঁপের সঙ্গে চিনি, মধু ও অলিভ অয়েল মেশান। পেঁপে, চিনি, মধু ও অলিভ অয়েল।