শীতকালে পা ফাটা একটি সাধারণ সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া উপায় রয়েছে যেমন কলা, মধু, নারকেল তেল, মুলতানি মাটি, লেবু এবং অ্যাভোকাডো ব্যবহার করে বিভিন্ন প্যাক তৈরি করা।

শীতের মরশুমে পা ফাটার সমস্যা নতুন কথা নয়। এই সময় পায়ের চামড়া শক্ত হয়ে যায়। সঙ্গে নোংরা জমে আরও জটিলতা দেখা দেয়। শুধু দেখতে খারাপ লাগে বলে পা পরিষ্কার রাখতে হবে এমন নয়। পা সঠিক ভাবে পরিষ্কার না করলে তার থেকে দেখা দিতে পারে সমস্যা। শীতে পা ফাটার সমস্যা দূর করুন ঘরোয়া উপায়, রইল বিশেষ কয়টি প্যাকের হদিশ।

কলার প্যাক

প্রথমে কলা ভালো করে চটকে নিন। এবার তাতে মেশান মধু। এবার পা সঠিক ভাবে পরিষ্কার করে নিন। একটি বড় পাত্রে হালকা গরম জল নিন। তাতে শ্যাম্পু দিয়ে দিন। এবার পা ঘষে পরিষ্কার করে নিন। ভালো করে পরিষ্কার করে পা ভালো জলে ধুয়ে নিন। এবার লাগান কলার প্যাক। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মিলবে উপকার।

মধু ও নারকেল তেল

একটি বড় পাত্রে হালকা গরম জল নিন। তাতে লিকুইট দিয়ে দিন। এবার পা ঘষে পরিষ্কার করে নিন। পাত্রে নারকেল তেল নিন। তাতে মধু মেশান। পায়ে লাগান। ভালো করে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর পা ধুয়ে নিন।

মুলতানি মাটি ও লেবুর প্যাক

একটি বড় পাত্রে হালকা গরম জল নিন। তাতে শ্যাম্পু দিয়ে দিন। এবার পা ঘষে পরিষ্কার করে নিন। পাত্রে মুলতানি মাটি নিন। তাতে লেবুর রস মেশান। মেশাতে পারেন গোলাপ জল। এবার পায়ে লাগান মুলতানি মাটি ও লেবুর প্যাক। সপ্তাহে একদিন ব্যবহারে মিলবে উপকার।

অ্যাভোকাডো ও কলার প্যাক

অ্যাভোকাডো চটকে নিন। অন্যদিকে কলা চটকে নিন। এক সঙ্গে মিশিয়ে প্যাক বানান। পা পরিষ্কার করে নিন। তাতে লাগান অ্যাভোকাডো ও কলার প্যাক। কিছুক্ষণ পর পা ধুয়ে নিন। মিলবে উপকার।

শীতের সময় পা ফাটার সমস্যা দূর করুন ঘরোয়া উপায়। রইল বিশেষ কয়টি প্যাকের হদিশ। সপ্তাহে ২ দিন ব্যবহার করুন।