- Home
- Lifestyle
- Fashion and Beauty
- খুশকির সমস্যা দূর হবে পাতিলেবুর গুণে, রইল পাতিলেবু দিয়ে তৈরি প্যাকের হদিশ
খুশকির সমস্যা দূর হবে পাতিলেবুর গুণে, রইল পাতিলেবু দিয়ে তৈরি প্যাকের হদিশ
- FB
- TW
- Linkdin
সারা বছর চুল পড়া, রুক্ষ চুলের সমস্যায় ভোগেন অনেকেই। এরই সঙ্গে দেখা দেয় খুশকির সমস্যা। সারা বছর দেখা দেয় সমস্যা।
এই সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন কী নয় তা কেউ ভেবে উঠতে পারেন না। আজ রইল সমস্যা দূর করার সহজ উপায়। খুশকি দূর করতে মেনে চলুন এই বিশেষ টিপস।
যারা খুশকির সমস্যায় ভুগছেন তারা বারে বারে শ্যাম্পু পরিবর্তন না করে ঘরোয়া টোটকা মেনে চলুন। জেনে নিন কীভাবে মিলবে উপকার।
পাতিলেবুর গুণে সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। পাতিলেবুর রস একটি পাত্রে ঢেলে নিন। তা স্ক্যাল্পে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।
পাতিলেবুর রস ও অ্যালোভেরা জেল দিয়ে প্যাক বানান। অ্যালভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তা ব্লেন্ড করুন। এর সঙ্গে মেশান পাতিলেবুর রস। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা স্ক্যাল্পে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।
পাতিলেবুর ও ক্যাস্টর অয়েল মিশিয়ে লাগালে মিলবে উপকার। ক্যাস্টর অয়েলের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে তা স্ক্যাল্পে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।
পতিলেবুর রস ও নারকেল তেল মিশিয়ে লাগান। একটি পাত্রে নারকেল তেল নিন। তাতে মেশান কর্পূর ও পাতিলেবুর রস। তা স্ক্যাল্পে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।
গ্রিন টি ও লেবুর রস মিশিয়ে প্যাক বানাতে পারেন। এক কাপ গ্রিন টি নিন। তাতে মেশান পাতিলেবুর রস। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা স্ক্যাল্পে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।
মেথি ও পাতিলেবু দিয়ে প্যাক বানান। আগের দিন রাতে মেথি ভিজিয়ে রাখুন। সকালে তা বেটে নিন। তার সঙ্গে মেশান পাতিলেবুর রস। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা স্ক্যাল্পে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।
সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহার করতে পারেন এই প্যাক। এই সকল প্যাকের মধ্যে যে কোনও একটি ব্যবহারেই মিলবে উপকার।