- Home
- Lifestyle
- Fashion and Beauty
- Skin Care: ত্বকের যত্নে ঘরোয়া রূপচর্চায় উপকারি ওটস, কীভাবে ব্যবহার করবেন? জানুন এক ক্লিকে
Skin Care: ত্বকের যত্নে ঘরোয়া রূপচর্চায় উপকারি ওটস, কীভাবে ব্যবহার করবেন? জানুন এক ক্লিকে
Skincare Tips: যুগের সহ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে ঘড়ির আগে দৌড়তে হচ্ছে। ফলে বাধা পড়ছে রূপটানে। যদিও এখন বাজারেই পাওয়া যায় রূপচর্চার অনেক সামগ্রী। তবুও ঘরোয়া রূপচর্চার কোনও বিকল্প নেই।

রূপটানে ওটস
আপনি যদি ঘরোয়া রূপচর্চাতেই ভরসা রাখেন তাহলে আপনার জন্য দারুন উপকারি একটি জিনিস হল ওটস। এটি কেবল স্বাস্থ্যই ভালো রাখে না। ত্বকের যত্নে এর জুড়িমেলা ভার।
ওটস স্ক্রাব
ত্বক ভিতর থেকে ডিপ ক্লিনজিং করতে চাইলে চোখ বুজে ভরসা রাখতে পারেন ওটসে। এরজন্য মিক্সারে ওটস ভালো করে গুঁড়ো করে নিন। এবার ওর সঙ্গে আমন্ড অথবা জোজোবা তেল মিশিয়ে নিন। যদি সেটাও ঘরে না থাকে তাহলে একটু দুধ দিয়ে মিশিয়ে নিন। তারপর মুখে মাখুন।
বডি স্ক্রাবেও ওটস
ত্বকের মৃত কোষ দূর করতে এবং ত্বক মৃসণ করতে চাইলে এই মিশ্রণ ব্যবহার করতে পারেন। এতে সামান্য চিনিও মিশিয়ে নিতে পারেন। তারপর সারামুখ ও হাতে-পায়ে মেখে মিনিট ২০ পর ধুয়ে ফেলুন।
ওটস দিয়ে ফেস প্যাক
আপনি চাইলে খাওয়ারের পাশাপাশি ওটস দিয়ে ফেস প্যাকও বানাতে পারেন। এরজন্য তেমন বিশেষ কিছুর দরকার নেই। শুধুমাত্র ওটস গুঁড়ো আর জল দিয়েই এটা বানিয়ে ফেলতে পারেন। এরপর এই মিশ্রণ মুখে মেখে মিনিট ১৫ পর ধুয়ে ফেলুন। তফাৎ বুঝবেন নিমেষে।
শুস্ক ত্বকে উপকারি ওটস
শুস্ক ত্বকের জন্যও দারুন উপকারি ওটস। এর জন্য দু-চামচ ওটসের গুঁড়ো, আমন্ড এবং এক চামচ মধু মিশিয়ে মুখে মাখলে উপকার মেলে। এই প্যাক সপ্তাহে দুই থেকে তিনদিন ব্যবহার করলে মুখে উজ্জ্বলতা ফিরিয়ে আনে।
দই ওটসের ফেস প্য়াক
যাঁরা ত্বকের উজ্জ্বলতা ফিরে পেতে চান তাদের জন্য দই-ওটস অনবদ্য একটি ঘরোয়া রূপচর্চার উপাদান। দুই চামচ ওটসের গুঁড়োর সঙ্গে এক চামচ দই ও এক চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে মেখে মিনিট কুড়ি রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলতে হবে। এতে ত্বকের মৃত কোষ দূর হয়। ত্বক তরতাজা মনে হয়।

