সংক্ষিপ্ত
ত্বকের যত্ন নিতে কী করবেন তা সহজে বুঝে উঠতে পারেন না কেউ-ই। রুক্ষ্ম ত্বকের সমস্যা দূর করতে সকলেই মেনে চলেন কোনও না কোনও পদ্ধতি। কেউ বাজার চলতি দামি পণ্য ব্যবহার করেন তো কেউ পার্লার ট্রিটমেন্ট করেন। ত্বকের সমস্যা দূর করতে এবার থেকে ঘরোয়া টোটকা মেনে চলুন। ব্যবহার করুন কাঁচা দুধের প্যাক।
দই ও দুধ
একটি পাত্রে দই নিয়ে ফেটিয়ে নিন। এবার তাতে মেশান দুধ। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এতে ত্বক হবে নরম। মুহূর্তে দূর হবে শুষ্ক ভাব। সপ্তাহে দু থেকে তিন বার ব্যবহারে মিলবে উপকার।
দুধ ও শসার রস
শসার খোসা ছাড়িয়ে নিন। এবার তা কেটে নিয়ে মিক্সিতে দিন। ব্লেন্ড করে নিন। এর সঙ্গে মেশান কাঁচা দুধ। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এতে ত্বক হবে নরম। মুহূর্তে দূর হবে শুষ্ক ভাব। সপ্তাহে তিন বার ব্যবহারে মিলবে উপকার।
দুধ ও মধু
প্যাক বানান দুধ ও মধু দিয়ে। পাত্রে দুধ নিন। তাতে মেশান মধু। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে দু থেকে তিন বার ব্যবহারে মিলবে উপকার।
অ্যালোভেরা ও দুধ
অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। এবার তা মিক্সিতে দিন। ব্লেন্ড করে নিন। এর সঙ্গে মেশান কাঁচা দুধ। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এতে ত্বক হবে নরম। মুহূর্তে দূর হবে শুষ্ক ভাব।