সংক্ষিপ্ত

চুলের নানান সমস্যা দূর করতে ঘরোয়া টোটকা হিসেবে ব্যবহার করতে পারেন। শ্যাম্পু, কন্ডিশনার ও হেয়ার মাস্কে সৈন্ধব লবণ মিশিয়ে ব্যবহার করতে পারেন এটি। নারকেল তেলের সাথেও মিশিয়ে ব্যবহার করতে পারেন সৈন্ধব লবণ।

চুল নিয়ে সব সময় চলতে থাকে কোনও না কোনও সমস্যা। চুলের সমস্যা দূর করতে চলে বিস্তর পরিচর্যা। কেউ ঘরোয়া পদ্ধতি মেনে চুলের চর্যা করেন তো কেউ আবার পার্লার ট্রিটমেন্ট করেন। এবার চুলের যত্নে মেনে চলুন ঘরোয়া টোটকা।

শ্যাম্পুতে সৈন্ধব লবণ মিশিয়ে নিন। যে শ্যাম্পু ব্যবহার করেন তাতে ১ চা চামচ সৈন্ধব নুন মেশান। তা দিয়ে শ্যাম্পু করে নিন।

এক কাপ জলে ২ চামচ সৈন্ধব লবণ নিন। তাতে মেশান হাফ চা চামচ লেবুর রস। তা তুলোয় করে স্ক্যাল্পে লাগান। তারপর শ্যাম্পু করে নিন।

সৈন্ধব লবণ দিয়ে কন্ডিশনার বানাতে পারেন। এতেও মিলবে উপকার। কন্ডিশনার নিয়ে তাতে ২ চা চামচ সৈন্ধব লবণ মিশিয়ে নিন। সপ্তাহে ৩ বার এটি ব্যবহার করলে মিলবে উপকার।

হেয়ার মাস্ক হিসেবে সৈন্ধব লবণ ব্যবহার করতে পারেন। ৩ চামচ অ্যালোভেরা জেল নিন। প্রথমে অ্যালোবভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তা মিক্সিতে ব্লেন্ড করে নিন। তাতে মেষান ২ চামচ সৈন্ধব লবণ। তা মাথায় লাগান। মালিশ করুন। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন। মিলবে উপকার।

নারকেল তেলের সঙ্গে সৈন্ধব লবণ মেশান। ২ চামচ নারকেল তেল নিন। তাতে ১ চামচ সৈন্ধব লবণ দিন। ভালো করে মিশিয়ে প্যাক বানান। ৩০ মিনিট অপেক্ষা করুন। তা ধুয়ে নিন। মিলবে উপকার।

এভাবে সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহার করুন যে কোনও একটি প্যাক মিলবে উপকার।