সংক্ষিপ্ত

পা ফাটার সমস্যা থেকে মুক্তি পেতে রইল বিশেষ টোটকা। পা ফাটার সমস্যা থেকে মুক্তি পেতে সকলেই কোনও না কোনও পদ্ধতি মেনে চলেন। জেনে নিন কী করবেন।

শীতের মরশুমে পা ফাটার সমস্যায় ভোগেন প্রায় সকলেই। সারা শীত জুড়ে আবহাওয়া ও ধুলো-বালির কারণে এমন ভাবে পা ফাটতে থাকে। এবার এই সমস্যা থেকে মুক্তি পেতে রইল বিশেষ টোটকা। পা ফাটার সমস্যা থেকে মুক্তি পেতে সকলেই কোনও না কোনও পদ্ধতি মেনে চলেন। জেনে নিন কী করবেন।

কলা ব্যবহার করতে পারেন পা ফাটার সমস্যা দূর করতে। দুটো কলা চটকে নিন। এবার তা পায়ে পুরু করে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে নিন। এতে পা ফাটার সমস্যা দূর হবে। প্রতিদিন ব্যবহার করতে পারেন কলা। কলাতে রয়েছে নানান উপকারী উপাদান। যা পায়ে ময়েশ্চরাইজার যোগ করতে পারেন।

পা ফাটার সমস্যা দূর করতে ব্যবহার করতে পারেন মধু। একটি পাত্রে জল নিয়ে তাতে পরিমাণ মতো মধু দিন। এবার তুলোয় করে তা ফাটার পায়ের ওপর লাগান। ২০ মিনিট পর ধুয়ে নিন। পা ফাটার সমস্যা থাকলে তা মুহূর্তে দূর হবে।

ভেষজ তেল ব্যবহার করুন। ভিটামিন এ, ডি, এ রয়েছে ভেষজ তেলে। এই তেল ব্যবহার করুন। এই তেল তুলোয় করে পায়ে লাগান। ফাটা গোড়ালি ফাটার সমস্যা দূর করতে ভেষজ তেল ব্যবহার করতে পারেন।

তেমনই, গোলাপ জল ও গ্লিসারিন দিয়ে পায়ের যত্ন নিতে পারেন। একটি পাত্রে সম পরিমাণ গোলাপ জল ও গ্লিসারিন নিন। এবার ভালো করে পা পরিষ্কার করে নিন। তারপর তুলোয় করে গোলাপ জল ও গ্লিসারিনের মিশ্রণ পায়ের গোড়ালিতে লাগান। তারপর মোজা পরে নিন। স্নানের পর এই টোটকা মেনে চলতে পারেন। কিংবা রাতে ঘুমাতে যাওয়ার আগে এভাবে পায়ের যত্ন নিন।

পায়ের সমস্যা দূর করতে মেনে চলুন এই সকল বিশেষ সমস্যা। প্রতিদিন পা পরিষ্কার করুন। পায়ের যত্ন নিতে প্রতিদিন পা যেমন পরিষ্কার করবেন তেমনই পায়ে নিয়মিত ময়েশ্চরাইজার লাগান। সঙ্গে এই সকল টোটকা মেনে চলুন। পায়ের যত্নে ব্যবহার করতে পারেন কলা। তেমনই ভেষজ তেল ব্যবহার করতে পারেন। ব্যবহার করতে পারেন মধু। সেই সঙ্গে গোলাপ জল ও গ্লিসারিন দিয়ে পায়ের যত্ন নিন। গোলাপ জল ও গ্লিসারিন মিশিয়ে পা ফাটার জায়গায় এই সকল উপাদান দ্রুত পায়ের সমস্যা দূর হবে। মেনে চলুন এই বিশেষ টিপস। পায়ের যত্নে অবশ্যই ব্যবহার করুন এই সকল টোটকা। দ্রুত মিলবে উপকার।

 

আরও পড়ুন-

অ্যামাজন-ফ্লিপকার্টে শুরু হয়েছে দুর্দান্ত ছাড়ের মরসুম! দুর্দান্ত কম দামে মিলছে আকর্ষণীয় ফোন, দেখুন এক ঝলকে

বিয়ের পর ক্রমশ মোটা হয়ে যাচ্ছেন, ওজন নিয়ন্ত্রণে মেনে চলুন এই পদ্ধতিগুলো

বাড়তে চলেছে মারুতি সুজুকির গাড়ির দাম, প্রতি মডেলে দাম বাড়ছে ১.১ শতাংশ করে