সংক্ষিপ্ত

উজ্জ্বল ও দাগহীন ত্বক পেতে চান? দুধের সাথে কয়েকটি উপাদান মিশিয়ে ঘরোয়া প্যাক ব্যবহার করুন। হলুদ, মধু, বেসন, ওটস, দই এবং লেবুর রসের সাথে দুধ মিশিয়ে ত্বকের যত্ন নিন।

উজ্জ্বর ও দাগহীন ত্বক সকলেই চেয়ে থাকেন। কিন্তু, এমন ত্বক পাওয়া সহজ কথা নয়। ত্বক জেল্লা আনতে ও ত্বকের যাবতীয় সমস্যা দূর হব ঘরোয়ায় টোটকায়। ত্বকের যত্ন নিতে অনেকেই দুধ ব্যবহার করে থাকেন। এবার দুধের সঙ্গে এই কয়টি জিনিস ব্যবহার করুন। এতে মিলবে উপকার।

দুধ ও হলুদ

হলুদ প্রথমে বেটে নিন। এবার তার সঙ্গে মেশান দুধ। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করতে পারেন। 

দুধ ও মধু

একটি পাত্রে দুধ নিন। তাতে মেশান মধু। তা এবার মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করতে পারেন।

দুধ ও বেসন

পাত্রে বেসন নিন। তাতে পরিমাণ মতো দুধ দিন। তা দিয়ে প্যাক বানান। মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

দুধ ও ওটস

ওটস প্রথমে মিহি করে বেটে নিন। এবার তাতে দিন দুধ। তা দিয়ে প্যাক বানান। মুখে লাগান। ২০ মিনিট রেখে শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে ৩ দিন ব্যবহার করতে পারেন।

দুধ ও দই

২ টেবিল চামচ দই নিন। তাতে মেশান পরিমাণ মতো দুধ। তা তা দিয়ে প্যাক বানান। মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

দুধ ও পাতিলেবু

ট্যান দূর করতে দুধ ও পাতিলেবুর রস দিয়ে প্যাক বানান। দুধের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে তা তুলোয় করে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।