সংক্ষিপ্ত
রইল কয়টি উপাদানের কথা। শীতের মরশুমে ত্বকের যত্নে সব সময় ব্যবহার করুন এমন উপাদান। এতে দ্রুত মিলবে সমস্যা থেকে মুক্তি। জেনে নিন কী কী।
শীতের মরশুম মানেই রুক্ষ্ম ত্বকের সমস্যা। এই সময় প্রায় সকলেরই ত্বক রুক্ষ্ম ও শুষ্ক হয়ে যায়। অনেকের ত্বক দেখায় নিষ্প্রাণ। এই সমস্যা থেকে মুক্তি পেতে বারে বারে ময়েশ্চরাইজার ব্যবহার করি আমরা। কিন্তু, এবার ব্যবহার করুন ঘরোয়া টোটকা। আজ রইল কয়টি উপাদানের কথা। শীতের মরশুমে ত্বকের যত্নে সব সময় ব্যবহার করুন এমন উপাদান। এতে দ্রুত মিলবে সমস্যা থেকে মুক্তি। জেনে নিন কী কী।
শিয়া বাটার দিয়ে ত্বকের যত্ন নিতে পারেন। এটি ত্বককে ময়েশ্চরাইজ করতে বেশ উপকারী। এটি ত্বকের কোলাজেন বৃদ্ধি করে। ত্বককে ময়েশ্চরাইজ করে। শীতের মরশুমে শিয়া বাটারের টুকরো নিয়ে ত্বকে ঘষুন। এতে মিলবে উপকার। তেমনই বডি ম্যাসাজ করতে এটি ব্যবহার করতে পারেন। অলিভ অয়েলের সঙ্গে শিয়া বাটার মিশিয়ে নিন। তা দিয়ে ম্যাসাজে মিলবে উপকার।
ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল। অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ি নেন। কিংবা অ্যালোভেরা জেলের সঙ্গে অল্প পরিমাণ পাতিলেবুর রস মিশিয়ে ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা দিয়ে একাধিক ফেসপ্যাক ব্যবহার করা যায়। ত্বকের জন্য বেশ উপকারী এই সকল প্যাক।
নারকেল তেল ব্যবহার করতে পারেন শীতের মরশুমে। যাদের তেল খুবই রুক্ষ্ম হয়ে যায় তারা নারকেল তেল দিয়ে ম্যাসাজ করুন। এতে মিলবে উপকার। ত্বকে জন্য বেশ উপকারী এই তেল। এই তেলের সঙ্গে অন্য কোনও এসেন্সিয়াল অয়েল মিশিয়ে তা দিয়ে ত্বকে ম্যাসাজ করতে পারেন। এতে দ্রুত মিলবে উপকার। সপ্তাহে অন্তত ৩ দিন এই তেল ব্যবহার করুন। নারকেল তেলের গুণে ত্বকে যাবতীয় সমস্যাও দূর হবে।
মধু দিয়ে বানাতে পারেন ফেসপ্যাক। শীতের মরশুমে মধু ত্বকের জন্য বেশ উপকারী। মধুর সঙ্গে দুধ মিশিয়ে তা ত্বকে ব্যবহার করতে পারেন। কিংবা মধু ও দই দিয়ে বানাতে পারেন ফেসপ্যাক। এতে ত্বকে আসবে জেল্লা। মধুতে থাকা একাধিক উপাদান দ্রুত দূর করে রুক্ষ্ম ভাব। তেমনই ত্বকের চুলকানি ভাব থেকে মেলে মুক্তি। ত্বক ময়েশ্চরাইজ করতে চাইলে এই মরশুমে অবশ্যই ব্যবহার করুন মধু। মধুর তৈরি প্যাক দূর করবে ত্বকের যাবতীয় সমস্যা। শীতের মরশুমে ত্বকের যত্নে অবশ্যই ব্যবহার করুন এই কয়টি উপাদান। দ্রুত মিলবে উপকার।
আরও পড়ুন- চোখে মেকআপ দিলেই কি চোখ লাল হয়ে যাচ্ছে? সমস্যা থেকে মুক্তি পেতে রইল বিশেষ টোটকা
আরও পড়ুন- রেল লাইন বা প্ল্যাটফর্মে সেলফি ও রিলস ভুলেও নয়, হতে পারে শাস্তিযোগ্য অপরাধ, জেনে নিন বিস্তারিত
আরও পড়ুন- চুলের যত্নে ব্যবহার করুন রোজমেরি অয়েল, এই কয় উপায় ব্যবহারে মিলবে উপকার