সংক্ষিপ্ত
চুলের যাবতীয় সমস্যা দূর করতে ব্যবহার করুন রোজমেরি অয়েল। আজ রইল এই তেলের গুণের কথা। এই তিন ভাবে ব্যবহারে মিলবে উপকার। দেখে নিন কী কী।
চুলের যত্নে তেল ব্যবহার অপরিহার্য। চুলের যত্নে অনেকেই নারকেল তেল ব্যবহার করেন। কেউ ব্যবহার করেন আমন্ড অয়েল। তো কেউ ব্যবহার করে থাকেন ক্যাস্টর অয়েল। এবার চুলের যাবতীয় সমস্যা দূর করতে ব্যবহার করুন রোজমেরি অয়েল। আজ রইল এই তেলের গুণের কথা। এই তিন ভাবে ব্যবহারে মিলবে উপকার। দেখে নিন কী কী।
কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন রোজমেরি তেল। এটি চুলের ভালো কন্ডিশনার হিসেবে কাজ করে। চুলে পুষ্টি জোগায়। সঙ্গে চুল নরম করতে বেশ উপকারী এই তেল।
নিয়মিত চুলে ম্যাসাজ করতে ব্যবহার করতে পারেন এই তেল। এই তেলে নারকেল তেল কিংবা জোজোবা তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। সপ্তাহে ২ দিন ব্যবহার করতে পারেন এই তেল। এই তেল দিয়ে ম্যাসাজে মিলবে উপকার।
শ্যাম্পুর সঙ্গে মেশাতে পারেন রোজমেরি অয়েল। শ্যাম্পুর বোতলে ৫ ফোঁটা রোজমেরি অয়েল দিয়ে দিন। সপ্তাহে অন্তত ২ দিন এই শ্যাম্পু করে নিন। এতে মিলবে উপকার। চুলের জন্য বেশ উপকারী এই তেল।
মনে রাখবেন-
রোজমেরি অয়েল ব্যবহারে সময় বিশেষ কয়টি সতর্কতা মেনে চলতে হবে। আপনার মাথার ত্বকে খুব বেশি তেল লাগাবেন না। কারণ বেশ তেল লাগালে স্ক্যাল্পে জ্বালা ভাব অনুভূত হতে পারে।
এই তেল সরাসরি ব্যবহার করবেন না। নারকেল তেল, ক্যাস্টর অয়েল কিংবা বাদাম তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন। যে কোনও কেরিয়ার তেল মিশিয়ে ব্যবহার না করলে বিপদে পড়তে পারেন।
গর্ভবতী মহিলারা এই তেল ব্যবহারের আগে চিকিৎসকরে পরামর্শ নিন। অনেক সময় এই তেল গর্ভস্থ বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে। তাই তেল ব্যবহারের আগে চিকিৎসকের পারমর্শ নিন।
অনেকেরই এই তেল থেকে অ্যালার্জির সমস্যা দেখা দেয়। তাই এই তেল চুলে দেওয়ার আগে সতর্ক হন। কানের পাশে এই তেল লাগিয়ে পরীক্ষা করতে পারেন। এতে সমস্যা থেকে মিলবে মুক্তি। কানের পাশে দাগালে যদি ত্বকে কোনও রকম পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে তেলটি আপনার জন্য উপযুক্ত।
এই তেলের রয়েছে একাধিক উপকারিতা। নতুন চুল গজাতে, চুল নরম করতে কিংবা চুলের যাবতীয় সমস্যা দূর করতে ব্যবহার করতে পারেন রোজমেরি অয়েল। এতে মিলবে উপকার। চুলের যত্নে ব্যবহার করুন রোজমেরি অয়েল, এই কয় উপায় ব্যবহারে মিলবে উপকার।
আরও পড়ুন- পিরিয়ডসের কটা দিন খুবই ক্লান্ত বোধ করছেন? দেখে নিন সমস্যা থেকে মুক্তির উপায়
আরও পড়ুন- বন্ধ করে দিয়েছেন নুন খাওয়া? আয়োডিনের অভাবে হতে পারে কঠিন বিপদ, দেখে নিন
আরও পড়ুন- ওয়াটারপ্রুফ মাস্কারা তোলার ক্ষেত্রে থাকুন বিশেষ সতর্ক, মেনে চলুন এই কয়টি বিশেষ টিপস