মুখের আকৃতি অনুযায়ী আমাদের চশমা পরিধান করা প্রয়োজন। কারোর গোল বা কারো ডিম্বাকৃতি বা কারো লম্বাটে মুখের আকৃতি অনুযায়ী চশমা কিনতে পারেন
চেহারায় নতুনত্ব আনতে চশমা একটি নির্ভরশীল উপাদান। একটু জমকাল একটু শান্ত আবার কখনো একটু চঞ্চল সব ধরনের লুকই আনা যায় চশমার মাধ্যমে। আদর্শ চশমা বেছে নেওয়ার পেছনে বিজ্ঞানভিত্তিক চিন্তাও আছে। যদিও শেষ পর্যন্ত এটি ব্যক্তিগত পছন্দে গিয়েই দাঁড়ায়।
যাঁরা সব সময় চশমা পরেন, তাঁদের চশমার আকৃতি সঠিকভাবে বেছে নেওয়া প্রয়োজনীয়তার পর্যায়েই পড়ে, বিলাসিতা নয়। কারণ বিলাসবহুল ফ্রেম সবসময় দৈনন্দিন জীবনে ব্যবহার করা যায় না। ফ্রেম বেছে নেওয়ার সময় নিজের অনুভূতিকেও গুরুত্ব দেওয়া খুব জরুরী। কারণ, চশমা যেমন ফ্যাশনের অংশ, যেমন আপনার প্রয়োজনীয় বস্তু বটে তেমনই আপনার ব্যক্তিত্বেরও প্রকাশ।
চশমা পোশাকের মতোই আপনার রুচি আর স্টাইলের অংশ
ভালো চশমা মানে এমন চশমা, যা আপনাকে পরার পরে আত্মবিশ্বাস আর আরামদায়ক অনুভূতি দেবে। আমাদের চেহারা সাধারণত পাঁচ ধরনের আকারের হয়—ডিম্ব, চৌকো, গোল, হৃদয় আর হীরকাকৃতি। এবার জেনে নিন কোন আকৃতির মুখের সাথে কোন ধরনের চশমা সঠিক মানানসই হতে পারে।
* ডিম্বাকৃতি মুখের মানুষদের গালের হাড় তুলনামূলকভাবে উঁচু ও চওড়া হয় আর কপাল হয় সরু। এ ধরনের লম্বাটে ও মোলায়েম মুখের আকারে প্রায় সব ধরনের চশমাই ভালো মানিয়ে যায়। তবে তাঁদের জন্য সবচেয়ে মানানসই হয় ওভারসাইজড ও চওড়া ফ্রেম। চাইলে নির্দ্বিধায় বেছে নিতে পারেন ফাঙ্কি রং আর টেক্সচার। চারকোনা, টর্টয়েজ, আয়তাকার কিংবা ট্রাপিজ (ত্রিভুজাকৃতি চতুর্ভুজ) আকারের ফ্রেমের মতো ভিন্ন আকারও অনায়াসে মানিয়ে যায়। তবে সরু ফ্রেম বা অতিরিক্ত ভারী ডিজাইনের চশমা এড়িয়ে চলাই ভালো; কারণ, এ ধরনের ফ্রেমের চশমা পরলে মুখ অপ্রয়োজনীয়ভাবে আরও লম্বাটে দেখায়।
* রাউন্ড ফেস বা গোলাকার মুখের ক্ষেত্রে স্কয়্যার অথবা রেক্টাঙ্গুলার ফ্রেমের চশমা পারফেক্ট। ক্যাট-আই ফ্রেমও বেছে নিতে পারেন।
* চৌকো চেহারায় স্টাইল করা যায় ভালো। যাঁদের মুখ চৌকো আকৃতির, তাঁদের জন্য সবচেয়ে মানানসই ছিমছাম কোনার ফ্রেম। কারণ, সাধারণত চৌকো মুখে চোয়াল ও কপাল—দুটোই চওড়া হয়। তাই এ ধরনের ফ্রেম নাকের ওপর একটু উঁচুতে বসে, মুখে বাড়তি দৈর্ঘ্য যোগ করে এবং পুরো চেহারায় আনে ধারালো ভাব। তবে চাইলে গোল বা ডিম্বাকৃতি ফ্রেমও বেছে নিতে পারেন, যা চৌকো চেহারায় কোমল ভাব নিয়ে আসে এবং চেহারাকে আরও ভারসাম্যপূর্ণ করে তোলে।
* হার্ট-শেপড মুখের গড়ন মানেই চওড়া বা প্রশস্ত কপাল। চিবুকের দিকটা হয় খুবই সরু। চিকবোন উঁচু হয়। ফলে এই ধরনের মুখের গড়নে উইঙ্গড-আউট ফ্রেম এবং রেক্টাঙ্গুলার ফ্রেম পারফেক্ট। হালকা রং অথবা রিমলেস ফ্রেম বেছে নিন।
* ডায়মন্ড আকৃতির চেহারার জন্য চশমা বেছে নেওয়ার সময় সামঞ্জস্য বজায় রাখা জরুরি। স্টাইলিশ লুকের জন্য ক্যাট আই বা হর্ন রিম ফ্রেমও ব্যবহার করা যায়, তবে খুব ভারী বা অতিরিক্ত দৃষ্টি আকর্ষণ করবে, এমন স্টাইল এড়িয়ে যাওয়াই ভালো।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


