ভয়ঙ্কর! রোজ তিনটে রুটি খান? এর পরিণাম কি হতে পারে জানলে গায়ে কাঁটা দেবে
ভয়ঙ্কর! রোজ তিনটে রুটি খান? এর পরিণাম কি হতে পারে জানলে গায়ে কাঁটা দেবে
| Published : Sep 01 2024, 07:19 PM IST / Updated: Sep 01 2024, 07:22 PM IST
- FB
- TW
- Linkdin
ভয়ঙ্কর! রোজ তিনটে রুটি খান?
আজও থালায় তিনটে রুটি সাজিয়ে খান না অনেকেই। তিনটে রুটি খাওয়া জ্যোতিষশাস্ত্র মতে একেবারেই উচিত নয়।
ভয়ঙ্কর! রোজ তিনটে রুটি খান?
কুসংস্কার বলে উড়িয়ে দিলেও একসঙ্গে তিনটে রুটি খাওয়ার অনেক কু প্রভাব রয়েছে।
ভয়ঙ্কর! রোজ তিনটে রুটি খান?
আসুন জেনে নেওয়া যাক পাতে রেখে খেলে ঠিক কী কী ক্ষতি হতে পারে-
ভয়ঙ্কর! রোজ তিনটে রুটি খান?
জ্যোতিষশাস্ত্র মতে, প্লেটে তিনটে রুটি দেওয়া এবং মৃত কাউকে খাবার দেওয়া সমতুল্য। অর্থাৎ যে ব্যক্তি মৃত বা মারা যাচ্ছেন তার পাতে তিনটি রুটি রাখা হয়।
ভয়ঙ্কর! রোজ তিনটে রুটি খান?
হিন্দু মতে, কেউ মারা গেলে ত্রয়োদশী সংস্কার হয়। এতে তিনটি রুটি প্লেটে রেখে ছাদে রেখে দিয়ে আসতে হয় যাতে কাক ও অন্যান্য পাখি খেতে পারে।
ভয়ঙ্কর! রোজ তিনটে রুটি খান?
এর মাধ্যমে মৃতের আত্মা ভক্ষণ করল বলে বিশ্বাস করা হয়। তাই যদি কেউ নিয়মিত প্লেটে তিনটি রুটি রেখে একসঙ্গে খেলে তার ভয়াবহ পরিণতি হতে পারে বলে মনে করা হয়।
ভয়ঙ্কর! রোজ তিনটে রুটি খান?
এর প্রভাবে শত্রু বাড়ে। বাড়িতে নিগেটিভিটি বেড়ে যায়। বাড়ির আর্থিক ক্ষতি হয়। আর্থিক পরিস্থিতি দারিদ্র্যের দিকে চলে যায়।
ভয়ঙ্কর! রোজ তিনটে রুটি খান?
এ ছাড়া বৈজ্ঞানিক মতে তিনটি রুটি একসঙ্গে খেলে স্থূলতার বৃদ্ধি হয়, ডায়াবেটিস, পেট খারাপ, হার্ট অ্যাটাক জাতীয় শারীরিক সমস্যা দেখা দেয়।