সংক্ষিপ্ত

বাড়তি মেদ কমাতে চিনি এবং ফাস্ট ফুড বাদ দিন, প্রচুর জল পান করুন এবং নিয়মিত হালকা ব্যায়াম করুন। এই চারটি সহজ উপায় মেনে চললে দ্রুত মেদ কমবে এবং স্বাস্থ্য ভালো থাকবে।

বাড়তি মেদ শুধু দেখতে দৃষ্টিকটু লাগে তা নয়। একাধিক রোগের কারণ হল এই বাড়তি মেদ। ওজন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে বাড়তি মেদের সমস্যা। এবার এই মেদ কমবে মাত্র ৪ উপায়। আজ রইল ওজন কমানোর সহজ চার টোটকা। জেনে নিন কী কী।

চিনি বাদ দিন

সবার আগে ডায়েট থেকে চিনি বাদ দিন। একেবারে খাবেন না চিনি। চিনি বাড়তি মেদের প্রধান কারণ। চিনি এবং মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন। এতে মিলবে উপকার।

জল পান করুন

জল পান করার পরিমাণ বৃদ্ধি করুন। দিনে ৪ লিটার জল পান করুন। সারা দিনে অল্প অল্প করে জল পান করতে থাকুন। এতে মিলবে উপকার। কমবে বাড়তি মেদ। জল ডিটক্স ওয়াটারের কাজ করে থাকে।

হালকা এক্সারসাইজ

রোজ হালকা এক্সারসাইজ করুন। কার্ডিও করতে পারেন। তেমনই রোজ নিয়ম করে হাঁটুন। অন্তত ৪০ মিনিট রোজ হাঁটা দরকার। এতে মিলবে উপকার।

ফাস্ট ফুড

ডায়েট থেকে বাদ দিন ফাস্ট ফুড। একেবারে খাবেন না ফাস্ট ফুড। ফাস্ট ফুড বাড়তি মেদের প্রধান কারণ। এমন জাতীয় খাবার এড়িয়ে চলুন। এতে মিলবে উপকার।

এবার থেকে মেনে চলুন এই সকল টোটকা। এমন জাতীয় খাবার এড়িয়ে চলুন। এতে মিলবে উপকার। এই চার পদ্ধতি মেনে চললে মুহূর্তে কমে যায় বাড়তি মেদ। সঙ্গে শরীর থাকে সুস্থ। মেদের কারণে নানান রোগ দেখা যায়। যার থেকে মিলবে মুক্তি।