রোজ লিপস্টিক ছাড়া সাজ সম্পূর্ণ হয় না? অজান্তেই নিজের মারাত্মক ক্ষতি করছেন
কিন্তু রোজ লিপস্টিক পরা কী ভাল? কতটা প্রভাব ফেলতে পারে আপনার সাধের লিপস্টিক? জেনে নিন -
| Published : Apr 04 2024, 03:23 PM IST
- FB
- TW
- Linkdin
কতটা ক্ষতিকারক লিপস্টিক?
অফিস হোক বা যে কোনও অনুষ্ঠান সামান্য লিপস্টিক না পরলে যেন সাজ অসম্পূর্ণ থেকে যায়। পোশাকের সঙ্গে মিলিয়ে বেছে নেওয়া হয় লিপস্টিকের রঙ। কখনও ন্যুড আবার কখনও ডার্ক। ইচ্ছেমতো মানানসই রঙে সেজে ওঠে ঠোঁট। কিন্তু রোজ লিপস্টিক পরা কী ভালো? কতোটা প্রভাব ফেলতে পারে আপনার সাধের লিপস্টিক? জেনে নিন -
ত্বকের ক্ষতি করে
লিপস্টিকে থাকে বিসমুথ অক্সি ক্লোরাইড যা একটি কার্সিনোজেনিক প্রপার্টি। এটি ত্বকের অত্যন্ত ক্ষতি করে। ত্বক নষ্ট করতে পারে এই উপাদান। তাই রোজ লিপস্টিক ব্যবহার করা একেবারেই উচিত নয়।
অ্যালার্জির কারণ হতে পারে
নামী কোম্পানিগুলি লিপস্টিক বানানোর সময় খুব ভালো মতো তার গুণমান যাচাই করে। কিন্তু এমন কিছু সাধারণ লিপস্টিকের ব্র্যান্ড রয়েছে যারা খুব একটা গুণমান পরীক্ষা করে না। যার ফলে এই ধরনের লিপস্টিক ব্যবহার করার ফলে অ্যালার্জি দেখা দেয়।
ঠোঁটের রঙে বদল আনে
বহু সমীক্ষায় দেখা গিয়েছে যে লিপস্টিক ব্যবহার করলে আমাদের ঠোঁটের আসল রঙের উপরে প্রভাব পড়ে। ঠোঁটের ন্যাচারাল কালার নষ্ট হয়।
ইনফেকশনের কারণ
বহু সমীক্ষায় দেখা গিয়েছে যে লিপস্টিকে থাকা হেভি মেটাল-এর কারণে বহু ধরনের ইনফেকশন হতে পারে।
শুষ্কতার কারণ
রোজ লিপস্টিক ব্যবহার করলে ঠোঁট শুষ্ক হয়ে পড়ে। ঠোঁটের আদ্রতা নষ্ট হয়ে যায়। তাই রোজ লিপস্টিক ব্যবহারের পরিবর্তে মশ্চারাইজিং লিপ বাম ব্যবহার করতে পারেন।
চোখে সমস্যা
লিপস্টিকে প্রিজার্ভেটিভ দেওয়া থাকে। যার দরুণ হাঁচি, কাঁশি, চোখে জ্বালাপোড়ার মতো সমস্যা দেখা দেয়।
ক্যান্সারের কারণ
বহু লিপস্টিকের কারণে ত্বকের ক্যান্সার পর্যন্ত দেখা দেয়।