সংক্ষিপ্ত

আমলকি মিক্সিতে ব্লেন্ড করে নিতে তা দিয়ে শরবত তৈরি করে নিন। এই শরবত রোজ খালি পেটে পান করুন। মিলবে উপকার।

দিনের শুরুতে কী খাবেন তা অনেকে স্থির করে উঠতে পারেন না। এদিকে শরীর সুস্থ রাখতে সঠিক পানীয় পান করা প্রয়োজন। এবার রোজ দিন শুরু করুন আমলকির শরবত দিয়ে। আমলকি মিক্সিতে ব্লেন্ড করে নিতে তা দিয়ে শরবত তৈরি করে নিন। এই শরবত রোজ খালি পেটে পান করুন। মিলবে উপকার। জেনে নিন আমলকির শরবত দিয়ে দিন শুরু করলে কোন কোন জটিলতা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

ওজন কমাতে বেশ উপকারী আলমকির জুস। এটি অ্যান্টি অক্সিডেন্টে পূর্ণ। নিয়মিত খালি পেটে আমলকির জুস খেলে শরীরের বিপাকীয় হার ঠিক থাকে। ওজন কমাতে চাইলে রোজ খালি পেটে খেতে পারেন আমলকির জুস।

আমলকীর রস খেলে শরীর ডিটক্সিফিকেশনের কাজ করে। এটি শরীর থেকে টক্সিন বের করে দেয়। রোজ খেতে পারেন আমলকির জুস। এটি শরীরের জন্য বেশ উপকারী।

দৃষ্টিশক্তি উন্নত করতে চাইনে আমলকির জুস খেতে পারেন। এতে থাকা একাধিক উপাদান দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে। এতে থাকা ক্যারোটিন উপাদান চোখের জন্য বেশ উপকারী।

শীতের মরশুমে দেখা দিচ্ছে একাধিক শারীরিক জটিলতা। এই সকল শারীরিক জটিলতা থেকে মুক্তি পেতে রোজ খালি পেতে আমলকির জুস খেতে পারেন। এটি ভিটামিন সি সমৃদ্ধ। যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নিয়মিত আমলকির জুস খেলে দূর করে নানান কঠিন রোগ। তেমনই সর্দি, কাশির মতো সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে খেতে পারেন আমলকির জুস। মিলবে উপকার।

শরীরে শক্তি বৃদ্ধি করে আমলকির জুস। আমলকির জুসে রয়েছে নানান উপকারী উপাদান। এটি শরীরে পুষ্টি জোগায়। দূর করে নানান শারীরিক জটিলতা। এবার থেকে সুস্থ থাকতে মেনে চলুন এই সকল বিশেষ টিপস। সুস্থ থাকতে দিনের শুরুতে সঠিক খাবার খাওয়া প্রয়োজন। সে কারণে খালি পেটে নিয়মিত আমলকি খেতে পারেন। এতে মিলবে উপকার। শরীর সুস্থ রাখতে মেনে চলুন এই বিশেষ টিপস। খালি পেটে আমলকির জুস না খেলেও দিনে অন্তত একটি করে আমলকি খান। এতে শরীর থাকবে সুস্থ। মেনে চলুন এই বিশেষ টিপস। শরীর সুস্থ রাখতে আমলকি বেশ উপকারী। এতে থাকা একাধিক উপাদান দূর করে নানান শারীরিক জটিলতা থেকে মুক্তি পেতে বেশ উপকারী এই আমলকি। তাই রোজ আপনার খাদ্যতালিকায় রাখুন এই উপাদান। 

 

আরও পড়ুন-

শীতকালে দ্রুত বাড়ে ওজন, কীভাবে কমাবেন? মাথায় রাখুন কিছু সহজ টিপস

বিয়ের মরসুমে প্রচুর ডিজাইনের সম্ভার নিয়ে কিয়ারা-র সঙ্গে হাজির শহরের এই জুয়েলারি বিপনী সংস্থা

সিজারিয়ান ডেলিভারির কত দিন পরে ব্যায়াম শুরু করতে পারেন, কোনও ক্ষতি হওয়ার আগে জেনে নিন এগুলি