সংক্ষিপ্ত
অল্প বয়সে নানান রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। কিডনির সমস্যা, লিভারের সমস্যা থেকে শুরু করে হরমোন জনিত সমস্যা। এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন তা নির্ধারণ করা কঠিন। তবে, সবার আগে সতর্ক হন। বিশেষ করে এই সাতটি উপসর্গ উপেক্ষা করবেন না, এক মাসের মধ্যে হতে পারে হার্ট অ্যাটাক।
দীর্ঘ সময় কাজ করা বা ক্লান্তির কারণে চোখ লাল হয়ে যাওয়ার সমস্যা হয় অনেকের। এটি উচ্চ রক্তচাপের কারণে হয়। উচ্চ রক্তচাপ হৃদরোগের প্রধান কারণ।
চোখের মণির চারধার সাদা রঙের হয়। তবে যদি তা হলুদ হয়ে যায় তাহলে ডাক্তারি পরামর্শ নিন।
আপনার যদি চোখের পিছনে ব্যথা বা চাপ থাকে তবে এটি হার্টের সমস্যার লক্ষণ হতে পারে। এই সমস্যা উপেক্ষা করবেন না ভুলেও।
চোখের চারদিন অস্বাভাবিক ফোলাভাব বা অল্প ফোলাভাব থাকলে সতর্ক হন। এমন সমস্যা হার্টের রোগের লক্ষণ।
চোখের চারপাশে হলুদ দাগ তৈরি হলে তা উপেক্ষা করবেন না। উচ্চ কোলেস্টেরল হলে হতে পারে এমনটা। সময় থাকতে সতর্ক হতে হবে।
ঘন ঘন মাথাব্যথার হলে বুঝবেন সতর্ক হওয়ার সময় এসেছে। রক্ত প্রবাহের পরিবর্তন বা রক্তনালীতে চাপের কারণে মাথা ব্যথা হতে পারে।
ঝাপসা চোখের দৃষ্টি হতে পারে হার্টের সমস্যার কারণ। দুর্বল রক্ত সঞ্চালনের কারণে হতে পারে এমনটা।
সময় থাকতে চিকিৎসা শুরু করুন। তা না হলে পরে বিপদে পড়তে পারেন। এই সমস্যা কঠিন রোগের কারণ হতে পারে।