সংক্ষিপ্ত

স্মার্টওয়াচ অনেকেরই পছন্দ। কিন্তু এই অত্যাধুনিক প্রযুক্তির ঘড়িই বিপদের কারণ হয়ে উঠতে পারে। এই কারণে হাতে ঘড়ি পরার আগে সাবধান থাকাই ভালো।

'স্মার্ট' হতে গিয়ে কি চরম বিপদের মুখে পড়তে হচ্ছে? স্মার্টওয়াচ সম্পর্কে এক গবেষণা এমনই বলছে। এই গবেষণায় দাবি করা হয়েছে, বেশিরভাগ ব্র্যান্ডের স্মার্টওয়াচেই ক্ষতিকারক রাসায়নিক পদার্থ থাকে। এই রাসায়নিক পদার্থের নাম পারফ্লুয়োরোয়ালকিল অ্যান্ড পলিফ্লুয়োরোয়ালিকল সাবস্ট্যান্সেস। সাধারণভাবে এই ধরনের ক্ষতিকারক পদার্থকে 'ফরএভার কেমিক্যালস' বলে চিহ্নিত করা হয়। ননস্টিক কুকঅ্যয়ার, কসমেটিকস, জামাকাপড়ে সাধারণত এই ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়। এই ধরনের রাসায়নিক শরীরে বা পরিবেশে নষ্ট হয় না। এই কারণেই ‘ফরএভার কেমিক্যালস’ বলা হয়। বাতাস, জল, মাটি, এমনকী মাছের শরীরেও এরকম ক্ষতিকারক রাসায়নিকের অস্তিত্ব পাওয়া গিয়েছে। গবেষণায় জানা গিয়েছে, এই রাসায়নিক শরীরের মারাত্মক ক্ষতি করে। বন্ধ্যাত্ব যেমন আসতে পারে, তেমনই ক্যান্সারও হতে পারে। এর আগে এক গবেষণায় জানা গিয়েছে, পারফ্লুয়োরোয়ালকিল অ্যান্ড পলিফ্লুয়োরোয়ালিকল সাবস্ট্যান্সেস বাবা-মায়ের শরীরে থাকলে জন্ম থেকেই শিশুর শরীরে নানা ধরনের সমস্যা দেখা যেতে পারে। প্রস্টেট, কিডনি, টেস্টিকিউলার ক্যান্সার হওয়ার আশঙ্কা রয়েছে।

বিখ্যাত ব্র্যান্ডের স্মার্টওয়াচেই বিপদ বেশি!

বিজ্ঞান বিষয়ক সাময়িক পত্র এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনলজি লেটারসে স্মার্টওয়াচের বিষয়ে এই গবেষণা প্রকাশিত হয়েছে। গবেষকরা ২২টি স্মার্টওয়াচ ব্র্যান্ড পরীক্ষা করে দেখেছেন। তাঁদের পরীক্ষায় জানা গিয়েছে, ১৫টি ব্র্যান্ডের স্মার্টওয়াচে ক্ষতিকারকস রাসায়নিক পদার্থ আছে। যে ব্র্যান্ডের স্মার্টওয়াচ যত বেশি, সেই স্মার্টওয়াচে ফ্লুয়োরিনের মাত্রা তত বেশি। ফ্লুয়োরিন হল পারফ্লুয়োরোয়ালকিল অ্যান্ড পলিফ্লুয়োরোয়ালিকল সাবস্ট্যান্সেসের উপস্থিতির ইঙ্গিত। যে ব্র্যান্ডের স্মার্টওয়াচের দাম কম, সেগুলিতে ক্ষতিকারক রাসায়নিকের উপস্থিতি কম।

স্মার্টওয়াচ কেনার সময় সাবধান!

গবেষক ড. অ্যালিসা উইকস জানিয়েছেন, ‘কেউ যদি অনেক দাম দিয়ে স্মার্টওয়াচ কেনার সিদ্ধান্ত নেন, তাহলে আগে ভালো করে সেই পণ্যের বিষয়ে জেনে নেওয়া উচিত। ফ্লুয়োরোয়েলাস্টমার্স থাকলে সেই স্মার্টওয়াচ না কেনাই ভালো।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

জলই কেড়ে নিচ্ছে প্রাণ, বোতলের জল থেকে হচ্ছে স্তন ক্যানসার, প্লাস্টিকজাত দ্রব্যে মিলল ক্ষতিকারক রাসায়নিক

কোন কোন পুষ্টির অভাবে ক্যান্সার হয় জানেন? জানলে রীতিমতো চমকে যাবেন

নোনতা খাবার ছাড়া মুখে রোচে না? নুন থেকে হচ্ছে পাকস্থলী ক্যান্সার, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য