সংক্ষিপ্ত
চুলের যত্নে ক্যাস্টর অয়েল অনেকেই ব্যবহার করে থাকেন। কিন্তু, জানেন কী, এই তেল ব্যবহারের পদ্ধতি আর পাঁচটা তেলের মতো নয়। ক্যাস্টর অয়েলের সঠিক গুণ পেতে তার সরাসরি ব্যবহান না করে অন্য তেল অথবা ঘরোয়া উপকরণের সঙ্গে মিশিয়ে করা ভালো। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন ক্যাস্টর অয়েল।
চুলের যত্নে ক্যাস্টর অয়েলের গুরুত্বের কথা অনেকেই জানেন। নতুন চুল গজাতে কিংবা চুল পড়া বন্ধ করতে এই তেলের ভূমিকা বিস্তর। এই তেল উচ্চ অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ। যা মাথার ত্বকের যে কোনও সংক্রমণ দূর করে। এতে থাকা ফ্যাটি অ্যাসিড চুলে পুষ্টি জোগায়। চুলের যত্নে ক্যাস্টর অয়েল অনেকেই ব্যবহার করে থাকেন। কিন্তু, জানেন কী, এই তেল ব্যবহারের পদ্ধতি আর পাঁচটা তেলের মতো নয়। ক্যাস্টর অয়েলের সঠিক গুণ পেতে তার সরাসরি ব্যবহান না করে অন্য তেল অথবা ঘরোয়া উপকরণের সঙ্গে মিশিয়ে করা ভালো। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন ক্যাস্টর অয়েল।
ক্যাস্টর অয়েল ও নারকেল তেল দিয়ে মাস্ক বানাতে পারেন। একটি পাত্রে ক্যাস্টর অয়েল নিয়ে তাতে সম পরিমাণ নারকেল তেল মেশান। এবার তা গ্যাসে বসিয়ে হালকা গরম করেন নিন। ঠান্ডা হলে এই তেল স্ক্যাল্পে লাগান। ক্যাস্টর অয়েল ও নারকেল তেলের মিশ্রণ দিয়ে মাসাজ করুন। তারপর ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।
ক্যাস্টর অয়েলের সঙ্গে মেশাতে পারেন পেঁয়াজের রস। এত অকাল পক্কতার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। ক্যাস্টর অয়েলের সঙ্গে সম পরিমাণ পেঁয়াজের রস মেশান। এবার তা তুলোয় করে স্ক্যাল্পে লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। এতে দূর হবে চুলের যে কোনও সমস্যা।
ক্যাস্টর অয়েল ও অ্যালোভেরা জেল দিয়ে মাস্ক বানানো যায়। একটি পাত্রে ২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল নিন। তাতে মেশান ১ চামচ ক্যাস্টর অয়েল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগাবেন। কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিন। এতে চুল নরম হবে, সঙ্গে দূর হবে খুশকির মতো সমস্যা।
ক্যাস্টর অয়েল, ডিম ও মধু দিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে ক্যাস্টর অয়েল নিন। তাতে মেশান ডিমের হলুদ অংশ। ভালো করে ফেটিয়ে নিন। এবার মেশান মধু। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগাবেন। কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিন। এতে চুল নরম হবে, সঙ্গে দূর হবে খুশকি, চুল পড়া বন্ধ হবে। সঙ্গে চুল সিল্কি করতে চাইলেও মেনে চলতে পারেন এই টোটকা।
এছাড়াও ক্যাস্টর অয়েলের সঙ্গে সরষের মিশিয়ে মাখতে পারেন। অথবা ক্যাস্টর অয়েলের সঙ্গে মেশাতে পারেন আমন্ড অয়েল। এতে চুলের যে কোনও সমস্যা থেকে মুক্তি পাবেন।
আরও পড়ুন- এই কয়টি কৌশলে ঠিক করুন ঠোঁটের আকার, জেনে নিন কীভাবে পাবেন পারফেক্ট লিপ
আরও পড়ুন- জীবনযাত্রায় এই তিন পরিবর্তনে কমবে ওজন, রইল সহজ তিন টোটকার হদিশ, জেনে নিন কী করবেন
আরও পড়ুন- গরমে শুষ্ক ত্বকে ব্যবহার করুন ঘরে তৈরি ফেসপ্যাক, রইল ১০টি প্যাকের হদিশ