সংক্ষিপ্ত
- অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করছেন ইউনিয়ন বাজেট ২০২০
- প্রযুক্তি ক্ষেত্রে অনেকগুলি নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেন
- মোবাইল ফোন ও বৈদ্যুতিন সরঞ্জাম তৈরিতে বিশেষ গুরুত্ব
- ভারতনেট, কোয়ান্টাম কম্পিউটিং-এ বিশেষ বরাদ্দ ঘোষণা
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বছরের ইউনিয়ন বাজেট পেশ করছেন এই মুহূর্তে। প্রযুক্তি ক্ষেত্রে যেসব সিদ্ধান্ত নেওয়া হল তা একনজরে দেখে নেওয়া যাক-
- -৬ লাখ অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন দেওয়া হবে যার মাধ্যমে ওঁরা ১০ কোটি পরিবারের পুষ্টির মান আপলোড করতে পারবেন
- -ভারত নেট-কে ৬০০০টাকার সহায়তা দেওয়া হবে ইন্টারনেট কানেক্টিভিটির জন্য।
- - পুরনো মিটারের জায়গায় স্মার্ট প্রি-পেড মিটার চালু করা হবে।
- -৮০০০ কোটি টাকার অনুদান বরাদ্দ করা হল ন্যাশনাল মিশন অন কোয়ান্টাম কম্পিউটিং অ্যান্ড টেকনোলজি প্রকল্পে।
- - ২০২১ -এর ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে ১ লাখ গ্রাম পঞ্চায়েতকে যুক্ত করা হবে ভারতনেট-এর সঙ্গে।
- - সমগ্র দেশ জুড়ে ডেটা সেন্টার পার্ক স্থাপন করার প্রস্তাব পেশ করা হয়েছে।
- -এম এস এম ই- কে আরও প্রতিযোগিতামূলক করে গড়ে তোলার লক্ষ্যে ন্যাশনাল লজিস্টিক পলিসি নির্মাণ করা হবে।
- - পাঁচটি নতুন স্মার্ট সিটি তৈরি হবে ।
- -মোবাইল ফোন, অন্যান্য বৈদ্যুতিন সরঞ্জাম তৈরির ও সেমি-কন্ডাকটর প্যাকেজিং-এর ওপর জোর দেওয়ার জন্য নতুন স্কিম আনার পরিকল্পনা নেওয়া হল।
- -অর্থমন্ত্রী আরও জানিয়েছেন যে বিনিয়োগকারী ব্যবসায়ীদের জীবন সরলীকরণ করার উদ্দেশ্যে ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স সেল গঠিত হবে।
- - সদ্য পাশ করা ইঞ্জিনিয়ারদের ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে শহরাঞ্চলের স্বায়ত্তশাসিত সংস্থায়।
- -এফডিআই ২০১৪-২০১৯-এর মধ্যে বেড়ে দাঁড়িয়েছে ২৮৪ ডলার
- -অনলাইন পরিপূর্ণ ডিগ্রি কোর্স প্রোগ্রাম প্রদান করা হবে অবহেলিত শ্রেণির মানুষদের
- -২০২১ -এর আর্থিক বছরে ১৫০টি উচ্চ শিক্ষার কেন্দ্রে শিক্ষানিবিশী ডিপ্লোমা প্রদান করা হবে; লক্ষ্য হল 'স্টাডি ইন ইন্ডিয়া'-এর প্রচার করা।
- -শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ করা হল ৯৯,৩৩০০ কোটি টাকা। সঙ্গে ৩,০০০ কোটি টাকা স্কিল খাতে বরাদ্দ করা হল।
- - নতুন শিক্ষা নীতি শীঘ্রই ঘোষণা করা হবে।
- - বিমান পরিবহন মন্ত্রক লঞ্চ করবে 'কৃষি উড়ান'- দেশে ও বিদেশে এর মাধ্যমে কৃষিপণ্য রপ্তানি করা হবে।
- -বিনাশশীল পণ্য পরিবহনের জন্য থাকবে কিষাণ রেল।