সংক্ষিপ্ত
- আসছে বছর মা আসবেন, আশ্বিনে নয় কার্তিকে
- মহালয়ার ঠিক ৩৫ দিন পর উমা মা ফিরবেন
- সেইজন্য পরের বছর ষষ্ঠী পড়ছে, ২২শে অক্টোবর
- শাস্ত্রমতে মাসে দু'টো অমাবস্যা থাকলে পুজো হয়না
মা-দুর্গা যখন আমাদের মাঝে আসেন, প্রকৃতিই সবার আগে স্বাগত জানায়। আকাশে তুলো মেঘের রাশি,কাশ ফুল আর শিউলি ফুলের সমাহারে মা আসেন আশ্বিন মাসে আমাদের কাছে। তবে পরের বছর সেটা আর হবে না। মা আসবেন আশ্বিনের বদলে কার্তিক মাসে।
মা আমাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসুক,এটা আমরা সবাই চাই। আসলে দেবীপক্ষের সঙ্গেই আমরা সকলেই অপেক্ষা করতে থাকি। পরের বছর ২০২০ সালে ১৭ সেপ্টেম্বর মহালয়া। আর মহালয়ার ঠিক ৩৫ দিন পর আমরা আমাদের উমা মাকে আবার ফিরে পাব। তাই পরেরবারের ষষ্ঠী ২২শে অক্টোবর।
আসল কারণটা তাহলে এবার জেনে নেওয়া যাক-
সেপ্টেম্বর মাসে দুবার অমাবস্যা পড়েছে। শাস্ত্রমত অনুযায়ী একই মাসে দু'টো অমাবস্যা থাকলে তাকে মল মাস বলে। আর এই মল মাসে কোনও পুজোই হয় না। পরের বছর মা-দুর্গা আসছেন কার্তিক মাসে। তবে এটাই প্রথম বার নয়, এর আগেও ১৯৮২ ও ২০০১ সালে একই কারণে মা-দুর্গা এসেছিলেন দেরিতে।