সংক্ষিপ্ত

  • অফিসের প্রধান দরজা উত্তর বা পূর্ব দিকে রাখুন
  • ইলেক্ট্রিক্যাল গেজেট দক্ষিণ-পূর্ব দিকে রাখুন
  • কনফারেন্স রুম রাখুন উত্তর-পশিম দিকে
  • অফিসে  রঙিন মাছ রাখলে খুব ভালো হয়

অনেকসময় অনেকেই প্রচুর টাকা খরচ করে , তাদের অফিস বানিয়েছেন। কিন্তু কিছুতেই তার কোম্পানি লাভের মুখ দেখছেনা। সেক্ষেত্রে যদি আপনি বাস্তুর কিছু নিয়মরীতি মেনে চলেন,তাহলে আপনার কোম্পানির জন্য অবশ্যই সেটা উন্নতির দিক হবে।তাহলে জেনে নিন,বাস্তুতন্ত্র অনুযায়ী আপনি কীভাবে আপানার অফিস সাঝিয়ে তুলবেন- 

আরও পড়ুন, যেন এক অমোঘ টান, বোঝার আগেই টেনে নেয় সমুদ্রের অতলে, বারমুডা ট্রাই অ্যাঙ্গেল

১। অফিস বিল্ডিং সবসময় উত্তর, উত্তর-পূর্ব কিংবা উত্তর-পশ্চিম দিক বরাবর হওয়া উচিত।এতেই আপানার অফিসে পজিটিভ এনার্জি এর প্রবেশ করবে।   

২। বাস্তুতন্ত্রের নিয়ম অনুযায়ী অফিসের প্রধান দরজা সব সময় উত্তর অথবা পূর্ব দিকে হওয়া উচিত। প্রধান দরজার সামনে এমন কিছু রাখবেন না, যেটা অফিসে ঢোকার সময় বাধার সৃষ্টি করে। 

৩। অফিসের ঠিক মাঝখান বা সেন্ট্রাল পয়েন্ট এর জায়গা টি পুরোপুরি ফাঁকা রাখুন। 

আরও পড়ুন, মানালিতে শুরু হতে চলেছে বিশ্বের সর্বোচ্চ বাঞ্জি জাম্পিং, প্রায় ১০,৫০০ ফুট উচ্চতায়

৪। অফিসের যিনি প্রধান তার সিট সবসময় দক্ষিণ-পশ্চিম দিকে হলে ভাল হয়। অফিস প্রধানের সিটের উল্টো পাশে কখনই কোনও ঠাকুর বা মন্দির বানাবেন না। 

৫।  সমস্ত কর্মচারীদের বসানোও  উচিত উত্তর বা পূর্ব দিকে মুখ করিয়ে। এছাড়া তাদের ডেস্ক বা কাজ করার টেবিল বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র আকারের হওয়া উচিত। 

৬। অফিসে, আলোচনার ঘর বা কনফারেন্স রুম উত্তর-পশিম দিকে রাখা উচিত। 

৭। অফিসের সমস্ত ইলেক্ট্রিক্যাল গেজেট দক্ষিণ-পূর্ব দিকে রাখুন। 

৮। বাস্তুতন্ত্র অনুযায়ী রঙিন মাছ খুব শুভ শক্তির প্রতীক। তাই অফিসে  রঙিন মাছ রাখলে খুব ভালো হয়। তবে অবশ্যই ৯ টি গোল্ড ফিস ও ১ টি ব্ল্যাক ফিস রাখুন,উত্তরপূর্ব দিক মুখ করে।