- Home
- Lifestyle
- Lifestyle Tips
- ধনতেরাসের দিন সকল প্রিয়জনকে জানান শুভেচ্ছা, রইল সেরা কয়টি শুভেচ্ছা বার্তার হদিশ
ধনতেরাসের দিন সকল প্রিয়জনকে জানান শুভেচ্ছা, রইল সেরা কয়টি শুভেচ্ছা বার্তার হদিশ
এই ধনতেরাসে মা লক্ষ্মী ও কুবেরের আশীর্বাদে আপনার জীবন সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যে ভরে উঠুক। আপনার প্রিয়জনদের এই শুভ দিনে জানান আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। রইল সেরা শুভেচ্ছা বার্তার হদিশ।

এই ধনতেরাসে আপনার জীবনে আসুক সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য। মা লক্ষ্মী ও কুবেরের কৃপায় আপনার জীবনে সুখে ভরে উঠুক।
ধনত্রয়োদশীর পুণ্য লগ্নে মা লক্ষ্মী ও কুবের আপনাকে অপার সমৃদ্ধি দান করুক।
ধনতেরাসে মা লক্ষ্মী ও কুবেরের আশীর্বাদে আপনার সকল স্বপ্ন পূরণ হোক। দিন কাটুক আনন্দে।
আপনার ধন-সম্পদ, সুখ-শান্তি অক্ষয় হোক। আজকের দিনে কেনা সমস্ত ধাতু আপনার জীবনে সুখ নিয়ে আসুক।
ধনতেরাস মানেই সুখ, সমৃদ্ধির শুভ লগ্ন। এই প্রার্থনা করি যেন মা লক্ষ্মী ও কুবেরের কৃপায় আপনার অর্থের ভাণ্ডার পূর্ণ হয়।
ধনতেরাস আপনার ঘরকে সম্পদ, আনন্দ ও সম্প্রীতি দিয়ে ভরিয়ে তুলুক।
এই ধনতেরাসে তোমার পথ প্রাচর্য, জ্ঞান ও ইতিবাচকতায় ভরে উঠুক।
এই ধনতেরাসে প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে আপনার ঘর আলো হাসিতে ভরে উঠুক।
সমৃদ্ধি আসুর ধনতেরাসে, লক্ষ্মী আসুক সবার ঘরে। শুভ ধনতেরাস।
আপনার পরিবার বাঁধনে জড়িয়ে থাকুক। মা লক্ষ্মী ও কুবেরের কৃপাদৃষ্টি সর্বদা আপনার ওপর থাকুক।

