- Home
- Lifestyle
- Lifestyle Tips
- এই নম্বরের ফোন ধরলে ফাঁকা হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! মিনিটের মধ্যে উধাও হয়ে যাবে সমস্ত জমানো পুঁজি
এই নম্বরের ফোন ধরলে ফাঁকা হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! মিনিটের মধ্যে উধাও হয়ে যাবে সমস্ত জমানো পুঁজি
এই নম্বরের ফোন ধরলে ফাঁকা হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! মিনিটের মধ্যে উধাও হয়ে যাবে সমস্ত জমানো পুঁজি
| Published : Oct 26 2024, 01:32 PM IST
- FB
- TW
- Linkdin
এই দুই নম্বর থেকে ফোন এলেই ব্য়াঙ্ক থেকে লোপাট হয়ে যেতে পারে টাকা! আপনার জমানো সমস্ত সঞ্চয়। অজান্তেই ভয়ঙ্কর ফাঁদে পা দিয়ে দিতে পারেন। আসুন জেনে নেওয়া যাক কোন কোন নম্বর থেকে ফোন এলেই বিপদে পড়বেন-
ভুয়ো কল এবং ম্যাসেজ প্রতিরোধ করতে একাধিক নিয়ম তৈরি করেছে ট্রাই (TRAI)। কিন্তু তাতেও লাভ হয়নি ঠিক নিত্য নতুন কৌশলে মানুষদের ফাঁদে ফেলছে স্ক্যামাররা।
সম্প্রতি ইন্টারনেট ভিত্তিক ভিওআইপি কলের মধ্যমে প্রতারণা করছে স্ক্যামাররা।
যদি কখনও +697 বা +698 নম্বর থেকে ফোন আসে তবে অবশ্যই প্রতারণার জন্য ফোন করা হয়েছে।
এই নম্বর থেকে ফোন করে এরা নিজেদের ভিপিএন-এর মাধ্যমে লুকিয়ে রাখে। তাই এদের ট্র্যাক করাও অত্যন্ত কঠিন হয়ে পড়ে।
তাই কখনও +697 বা +698 থেকে আসা আন্তর্জাতিক কল ধরা উচিত নয়। এ ছাড়া ভুলবশতও যদি কোনও কল রিসিভ হয়ে যায় তবে কোনও রকম ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।
এই প্রতারকরা সরাসরি নিজেদের ব্যাঙ্কের কর্মী বলে জানান দিয়ে থাকে । তাই অজানা নম্বর থেকে ফোন এলে কল ধরার আগে অবশ্যই সাবধান হতে হবে।
এ ছাড়া যদি বারবার ভুয়ো কল বা মেসেজ পেয়ে থাকেন তবে অবশ্যই কেন্দ্রীয় সরকারের চাসকু পোর্টালে গিয়ে রিপোর্ট লেখাতে পারেন।