- Home
- Lifestyle
- Lifestyle Tips
- Durga Puja Wishes: মন ছুঁয়ে যাওয়া মহাসপ্তমীর শুভেচ্ছা বার্তা! সকলের মঙ্গল কামনা করে জানান অভিনন্দন
Durga Puja Wishes: মন ছুঁয়ে যাওয়া মহাসপ্তমীর শুভেচ্ছা বার্তা! সকলের মঙ্গল কামনা করে জানান অভিনন্দন
এই প্রবন্ধটি মহা সপ্তমীর পুণ্য তিথিতে জানানোর জন্য একাধিক শুভেচ্ছা বার্তা সংকলিত করেছে। এই বার্তাগুলির মাধ্যমে দেবী দুর্গার কাছে সকলের মঙ্গল কামনা, আনন্দ ও খুশিতে জীবন ভরে ওঠার প্রার্থনা করা হয়েছে।

মহাসপ্তমীর আন্তরিক ও শুভেচ্ছা
দেবী দুর্গার আগমণে বিনাশ হোক অশুভের, সত্যের পবিত্র স্পর্শে ভরে উঠুক এই জগত, সকলের মঙ্গল করো তুমি মঙ্গলময়ী। শুভ মহা সপ্তমী
মহা সপ্তমীর এই আনন্দের মুহূর্তে রইল আমার আন্তরিক ও উষ্ণ শুভেচ্ছা। শুভ মহা সপ্তমী।
দেবী দু্র্গা-মা গো তুমি জগৎ জননী, করো সবার ভাল...সকলের মনের কষ্ট নিয়ে, দিও খুশির আলো। শুভ মহা সপ্তমী।
শুভ মহাসপ্তমী
সপ্তমী মানে অপেক্ষা শেষ, মন জুড়ে পুজোর আবেশ। সুখে কাটুক আপনার আগামী দিনগুলো, শুভ মহা সপ্তমী।
মহাসপ্তমীর শুভক্ষণে দেবী দু্র্গা-কে জানাই প্রণাম, সারা বছর কাটুক আনন্দে ও খুশিতে। শুভ মহা সপ্তমী।
উচ্ছ্বাস ও আনন্দ থাকুক সকলের ঘরে, পরিবার ও ভালোবাসার মানুষদের নিয়ে সুখী হোক সকলে। শুভ মহা সপ্তমী।
মহাসপ্তমীর আন্তরিক ও শুভেচ্ছা
সপ্তমীতে বলবো দেবী দু্র্গা মনের সব দুঃখ লাজ, অষ্টমীতে অঞ্জলী আর দেখবো মায়ের সাজ। শুভ মহাসপ্তমী।
দেবী দু্র্গা-মা গো তুমি জগৎ জননী, করো সবার ভাল...সকলের মনের কষ্ট নিয়ে, দিও খুশির আলো। শুভ মহাসপ্তমী।
মহা সপ্তমীতে সকলকে জানাই শুভেচ্ছা
সপ্তমীর এই পবিত্র দিনে, সুখে থাকুক সবাই, এসো সবাই মনের দরজা খুলে, আনন্দে, ভালোবাসায় আজকের দিনটি কাটাই। শুভ সপ্তমী।
দুর্গা রূপে মেয়ে এসেছে ঘরে চারিদিকে সুখে অমৃত ঝরে, মহা সপ্তমীতে সকলকে জানাই শুভেচ্ছা।
শুভ মহাসপ্তমী
মহা সপ্তমীর এই শুভক্ষণে জানাই দেবী দু্র্গা-কে প্রণাম। সারা বছর কাটুক আনন্দে। শুভ মহাসপ্তমী।
আপনার ও আপনার পরিবারের সকলকে জানাই সপ্তমীর শুভেচ্ছা। শুভ মহা সপ্তমী।

